avertisements 2

ছিলাম নায়িকা হয়ে গেলাম নাইট গার্ড

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ আগস্ট,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১১:০৫ পিএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

 বাঁধন, চমক ও নীলা (ছবি: সংগৃহীত) 

সরকার পতনের রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ডাকাতের উপদ্রব দেখা দিয়েছে। বিশেষ করে রাজধানীবাসীর আরামের ঘুম হারাম হয়েছে। ফেসবুক খুললেই নানা জায়গায় ডাকাতির খবর।

গত বুধবার (৭ আগস্ট) দিনগত মধ্যরাতে ডাকাতের উৎপাত ছিলো সবচেয়ে বেশি। মিরপুর, উত্তরা, মোহম্মদপুর, বসিলা, রামপুরা, ইসিবি এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় একসঙ্গে ডাকাতের দল হানা দেয়। এলাকার মসজিদে জারি হয় এলান। ঘরে বসে না থেকে সেই ডাকাতদের প্রতিহত করতে হাতের কাছে যা পান তাই নিয়ে বেরিয়ে পড়েন তারকারা।

কেউ কেউ তো সারারাত জেগে ডাকাত পাহারা দিয়েছেন।

গত রাতে তেমনি একটি ছবি পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। ক্যাপশনে লিখেছেন, ‘ছিলাম নায়িকা হয়ে গেলাম নাইট গার্ড!’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌও কদিন ধরে ডাকাত নিয়ে খুব চিন্তিত। তিনি কমেন্ট করেছেন, ‘নায়িকা কেন নাইট গার্ড?’ নীলা উত্তর দিয়েছেন, ‘পরিস্থিতি ঠিক হলে এই নামে নাটক বানানো যেতে পারে।’

নীলার এক ভক্ত মনে করিয়ে দিয়েছেন, ‘নাইট গার্ড নাটক করসিলা তো মনে হয়!’ নীলা জবাব দেন, ‘হ্যাঁ, বুঝিনিই এটাই হবে রিয়েলিটি!’

অনেকে মজা করে লিখেছেন, ‘সুন্দরী নাইট গার্ড, ডাকাত আবার তোমাকে দেখতে ভীড় না করে’, ‘যে এলাকায় এমন নাইট গার্ড আছে আমি ঔ এলাকার বাসিন্দা হতে চাই’ ইত্যাদি।

শুধু নীলাই নয়, জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন দুদিন আগে বটি হাতে একটি ছবি পোস্ট করেন। এই তারকাও ডাকাত ঠ্যাকাতে মধ্যরাতে এলাকাবাসীর সঙ্গে রাস্তায় নামেন। বাঁধনের জবাব, ‘বিজয় এসেছে বটে, কিন্তু আরও কিছু দেশদ্রোহী ডাকাত ঘুর ঘুর করছে রাতের অন্ধকারে। তাদের জবাই করতে এই বঁটি হাতে নেমেছি এবার।’

সে রাতে ফেসবুক জুড়ে তারকারা ডাকাত নিয়ে তাদের উৎকণ্ঠার কথাই জানান দেন। শিহাব শাহীন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, মৌসুমী হামিদ, সুষমা সরকার, জাহারা মিতুসহ অনেকেই নির্ঘুম রাত কাটান ডাকাতকে প্রতিহত করতে। কোন কোন এলাকায় ডাকাতের দল ধরাও পড়ে সেনাবাহিনীর হাতে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2