মাহিয়া মাহির একাকিত্ব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ ফেব্রুয়ারী,রবিবার,২০২৪ | আপডেট: ০৩:০৯ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিচ্ছেদের খবরের পর এবার একাকিত্বের কথা জানিয়ে ফেসবুকে একটি ছবি পোষ্ট করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টায় নিজের ফেসবুকে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘একা একা লাগে।’
ছবিতে দেখা গেছে, আলো ঝলমলে রাস্তায় মন খারাপ করে গালে হাত দিয়ে অন্য জুটিদের দিকে তাকিয়ে আছেন মাহি। এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
আট মিনিটের বেশি সময়ের একটি ভিডিওতে তিনি জানান, কিছুদিন হলো তারা আলাদা থাকছেন। খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।