পপ তারকা ক্রিসের ১৩ বছর কারাদণ্ড বহাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ নভেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ০৮:১২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
পপ তারকা ক্রিস উ। ছবি: সংগৃহীত।
কানাডিয়ান পপ তারকা ক্রিস উকে ধর্ষণসহ একাধিক অপরাধের জন্য ১৩ বছরের কারাদণ্ডের রায় দিয়েছিলেন চীনের এক আদালত। গত বছরের নভেম্বরে দেওয়া সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন ক্রিস উ। এই রায়ের বিপরীতে আপিল করেও রেহায় পাননি এই পপ তারকা। সেই আপিল খারিজ করে দিয়েছেন দেশটির আরেক আদালত। ফলে ১৩ বছর কারাগারেই কাটাতে হবে এই পপ তারকাকে।
গত শুক্রবার রায়ের জন্য সেখানে উপস্থিত ছিলেন ক্রিসের পরিবার, ঘনিষ্ঠজন এবং চীনে কানাডিয়ান দূতাবাসের কর্মকর্তারা। ২০২১ সালের জুলাইয়ে চীনের ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ক্রিসকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় পুলিশের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তিনি যৌনতায় লিপ্ত হতে ‘বারবার কম বয়স্ক নারীদের প্রলোভন দেখিয়ে নিয়ে আসেন’–অনলাইনে এমন মন্তব্যের জের ধরে পুলিশ একটি তদন্ত চালায়।
এরপর তার বিরুদ্ধে আরো কয়েকটি ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসে। এর মধ্যে তদন্তে ২০১৮ সালে ও ২০২০ সালেও একাধিক নারীকে ধর্ষণের প্রমাণ পান আদালত। এক বিবৃতিতে আদালত জানিয়েছে, ‘নারীদের সম্মতি ছাড়াই মদ্যপ অবস্থায় তাদের সঙ্গে যৌন সম্পর্ক করেছেন; এটি ধর্ষণ। এর মধ্যে অনেক অপ্রাপ্তবয়স্ক নারীও রয়েছে।
’ যদিও সেই নারীরা অপ্রাপ্তবয়স্ক ছিল না বলে দাবি করেছেন ক্রিস।
২০১২ সালের ৮ এপ্রিল কোরীয় ব্যান্ড এক্সোতে যোগ দেন ক্রিস উ। এই ব্যান্ড তাকে এনে দিয়েছিল খ্যাতি। ২০১৪ সালে একক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ব্যান্ড ছেড়ে চীনে চলে আসেন ক্রিস উ। এখানে এসে গায়ক, অভিনেতা, মডেল হিসেবেও সফল ছিলেন ক্রিস।
তিনি হলিউডের সিনেমায় অভিনয় করেছেন, মডেল হিসেবেও পরিচিতি রয়েছে তার।
সূত্র: ভ্যারাইটি।