ভয় ও আতঙ্ক নিয়ে ইসরাইল থেকে দেশে ফিরেছেন নুসরাত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ অক্টোবর,সোমবার,২০২৩ | আপডেট: ০৬:৩৫ এএম, ৩১ মার্চ,সোমবার,২০২৫

অবশেষে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইসরাইল থেকে নিজের দেশ ভারতে ফিরলেন। একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নাল। রোববার বিকাল ৩টার দিকে মুম্বাই বিমানবন্দর থেকে বের হন এই অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হচ্ছেন নুসরাত ভারুচা। তার চোখ-মুখে ভয় আর আতঙ্কের ছাপ। যদিও তিনি ইসরায়েলে কোথায় কিভাবে ছিলেন। আর কিভাবে দেশে ফিরলেন সে বিষয়ে কিছুই বলেন।
বিমানবন্দরে নুসরাতকে দেখে এগিয়ে যান সংবাদকর্মীরা। কিন্তু এ সময় তেমন কোনো কথা বলেননি তিনি। নিজের গাড়িতে উঠার আগে এ অভিনেত্রী বলেন, ‘আমাকে কিছুটা সময় দিন।’ তারপরই নিজের গাড়িতে উঠে বিমানবন্দর ত্যাগ করেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গত ৭ অক্টোবর ইসরাইলে যান অভিনেত্রী নুসরাত ভারুচা। শনিবার সকালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরাইলে ব্যাপক রকেট হামলা চালায়। ইসরাইল পালটা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। এ পরিস্থিতিতে ইসরাইলে আটকা পড়েন নুসরাত ভারুচা।