avertisements 2

সাগর-রুনিকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন রায়হান রাফী!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৬:১১ এএম, ২ এপ্রিল, বুধবার,২০২৫

Text

সত্য ঘটনা পর্দায় তুলে আনেন নির্মাতা রায়হান রাফী। এর আগে একাধিকবার কাজটি করেছেন তিনি। তার নির্দেশনায় উঠে এসেছে বরগুনার রিফাত হত্যাকাণ্ড, কদমতলীর ট্রিপল মার্ডার, ব্যাংক ডাকাতির মতো ঘটনাগুলো। শোনা যাচ্ছে এবার রাফী পর্দায় তুলে আনছেন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার চাঞ্চল্যকর ঘটনাটি।

সাগর-রুনি হত্যা মামলাটি এখনও চলমান। সম্প্রতি মামলায় তদন্ত প্রতিবেদন জমার সময় ১০০তম বার পিছিয়েছে। জানা গেছে এই ঘটনা কেন্দ্র করে ‘অমীমাংসিত’নামের ছবি বানাচ্ছেন তিনি। এরইমধ্যে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এ ছবির।

তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ রাফী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর গল্পে ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটি নির্মাণ করছি। তাদের দুজনকে ঘিরেই মূলত এর কাহিনি এগোবে। এর বেশি আর কিছু বলতে চাই না। আর মাত্র কয়েকদিন পর পুরো বিষয়টি জানাব’।

জানা গেছে, ‘অমীমাংসিত’ নামের ছবিটি নির্মাণ করা হচ্ছে ওটিটি মাধ্যমের জন্য। অক্টোবরের প্রথমদিন মুক্তির দেওয়ার চিন্তা ভাবনা আছে ওয়েবফিল্মটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু প্রমুখ। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2