এবার সিঙ্গাপুর মাতাবেন অপু বিশ্বাস
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ আগস্ট,
বুধবার,২০২৩ | আপডেট: ০৭:১২ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। পর্দায় অভিনয়ের পাশাপাশি স্টেজ শো এবং শো রুম উদ্বোধনের অনুষ্ঠানেও নিয়মিত দেখা যায় অপুকে। প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন এই নায়িকা। একই কারণে এবার সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন অপু নিজেই। আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন ঢালিউড কুইন। জানা গেছে, আগামী ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এ অপু বিশ্বাস। এতে তার সঙ্গে আরও অংশ নেবেন সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী ও রাহি।
এ বিষয়ে সাংবাদিকদের অপু জানান, আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি। সিঙ্গপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করেছেন তারা।
প্রসঙ্গত, ঢালিউড কিং শাকিব খানের সঙ্গেই প্রায় ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’। সিনেমাটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এছাড়া আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তি অপেক্ষা রয়েছে।