নতুন লুকে বুবলি, জানালেন মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৫:৪৮ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
শবনম বুবলি
নতুন লুকে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলি। ব্যক্তিগত জীবনের সকল আলোচনা-সমালোচনা শেষে সিনেমায় মন দিয়েছেন তিনি। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় অভিনয় করছেন তিনি। কমেডি ঘরানার এই সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করছেন রোশান।
এরই মধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হয়েছে। বুবলি গণমাধ্যমকে বলেন, ‘তুমি যেখানে আমি সেখানে’ শতভাগ কমেডি সিনেমা। এমন সিনেমায় কাজ করা অনেক কঠিন। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। তারপরও আমার দিক থেকে চেষ্টা করছি যতটুকু ভালো অভিনয় করা যায় তা করার।
পরিচালক দেবাশীষ বিশ্বাস সম্পর্কে ঢালিউড নায়িকা বুবলি বলেন, প্রথমবার দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় অভিনয় করছি। অনেক মেধাবী এই পরিচালকের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে।
নতুন সিনেমায় নতুন লুক প্রসঙ্গে তিনি বলেন, এই সিনেমায় বেশ কয়েকটি লুকে আমাকে দেখা যাবে। অনেক প্রস্তুতি নিয়ে বিভিন্ন লুকে অভিনয় করছি। লুকগুলোও দর্শকদের ভালো লাগবে।
নায়ক রোশান প্রসঙ্গে বলেন, রোশানের সঙ্গে এটি আমার সপ্তম সিনেমা। রোশান অনেক ভালো করছে।
১৯৮৩ সালের সুপারহিট ছবি ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গানের নাম থেকে এই সিনেমাটির নাম নিয়েছেন দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, ‘গানটি আমার ভীষণ পছন্দের। এই ছবির গল্পটি চূড়ান্তের পর দেখলাম নামটি খাপ খায়। এজন্যই নামটি নিয়েছি। এটি কমেডি ধাঁচের ছবি।’