avertisements 2

৯০ দশেকের জনপ্রিয় বিজ্ঞাপন

একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ মডেল সাদ মারা গেছেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ আগস্ট,সোমবার,২০২৩ | আপডেট: ১২:১১ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

সাদ হোসেন। ছবি : ফেসবুক থেকে নেওয়া

নব্বই দশকে টেলিভিশন ছাড়লেই দেখা যেত একটি বিজ্ঞাপন; যা ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ নামে পরিচিতি পেয়েছিল। এই বিজ্ঞাপনের সংলাপ মুখে ছড়িয়ে পড়েছিল। চিপসের বিজ্ঞাপনের ওই ছোট্ট ছেলেটির নাম সাদ হোসেন।

কিডনিজনিত অসুখে তিনি শুক্রবার (১৮ আগস্ট) মারা গেছেন সাদ হোসেন।

জানা গেছে, সাদ আমেরিকার নিউইয়র্কে স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

সাদের স্ত্রীর ছোট ভাই আরিফ আকতার শাকিব ফেসবুকে লিখেছেন, আমার বোন জামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।

এ ছাড়া সাদের অ্যাকাউন্টটি ট্যাগ দিয়ে ফেসবুকে তার অনেক বন্ধু ও আত্মীয়রা তার মৃত্যুর খবর জানিয়েছেন। আমেরিকাতেই সাদ হোসেনকে সমাহিত করা হবে বলে জানা গেছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2