avertisements 2

প্রেমের টানে ভারতে পালিয়ে আসা পাক গৃহবধূ এবার বলিউডে!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ আগস্ট, বুধবার,২০২৩ | আপডেট: ১২:১৩ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

শচিন ও সীমা হায়দার

সম্প্রতি প্রেমের টানে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেন পাকিস্তানের সাধারণ এক গৃহবধূ সীমা হায়দার। কিন্তু ভাগ্যের ফেরে বলিউডের রঙিন দুনিয়ায় পা রাখতে চলেছেন পাকিস্তানের আলোচিত এই গৃহবধূ।

এরইমধ্যে গোয়েন্দা নির্ভর একটি ছবিতে অভিনয়ের জন্য অডিশন দিয়েছেন সীমা। শুধু তাই নয়, অডিশনে তাকে চূড়ান্তও করেছে নির্মাতা প্রতিষ্ঠান। সবকিছু ঠিক থাকলে শিগগিরই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সত্য ঘটনা অবলম্বনে এ টেলর মার্ডার স্টোরি নামের একটি সিনেমায় অভিনয় করবেন সীমা হায়দার। গেল বছর ভারতের উদয়পুরে কানাইয়াল নামে এক দরজির খুনের ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি।

এর আগে, সীমা হায়দারকে এই ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউস নামের একটি সিনেমা প্রযোজনা সংস্থা। সম্প্রতি তারা ভারতের নয়ডায় গিয়ে সীমার সঙ্গে দেখা করেন।
 
শেষ পর্যন্ত সীমা ছবিটিতে অভিনয় করবেন কি না সে বিষয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। কারণ, প্রায়ই তিনি ভারতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর জেরার মুখে পড়ছেন।

২০১৯ সালে ভারতীয় তরুণ শচিনের সঙ্গে পরিচয় হয় ৩০ বছর বয়সী সীমা হায়দারের। পাকিস্তানের করাচিতে চার সন্তান নিয়ে বসবাস করতেন সীমা। অনলাইনে পাবজি গেম খেলতে গিয়ে তাদের পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। একপর্যায়ে সৌদি আরব প্রবাসী স্বামীকে ফেলে ভালোবাসার টানে সন্তানদের নিয়ে নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশ করেন সীমা। বর্তমানে ভারতের নয়ডায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন তারা।

এই ঘটনা জানাজানি হলে বেআইনিভাবে প্রবেশের জন্য চলতি বছরের ৪ জুলাই সীমাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নয়ডার একটি আদালত থেকে মুক্তি পান সীমা হায়দার।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2