avertisements 2

এবার ফুটফুটে সন্তানকে কোরআন পাঠ শোনালেন সানা খান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জুলাই,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০১:৩৮ পিএম, ৫ আগস্ট,মঙ্গলবার,২০২৫

Text

ছবি সংগৃহীত 

অভিনয় ছেড়ে পুরোপুরি ইসলামী জীবনধারণ করলেও সাবেক বলিউড অভিনেত্রী সানা খান মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে জানান দেন। এবার তিনি হজ করেছেন, পুত্র সন্তানের মা হয়েছেন। সেই সন্তানের নাম রেখেছেন পাকিস্তানের প্রখ্যাত এক ইসলামী ব্যাক্তিত্বের নামে। এবার সেই সন্তানের সামনে পড়লেন পবিত্র কোরআন। এভাবে তিনি স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই আছেন বলে জানান সংবাদ মাধ্যমকে।

কিছুদিন আগেই বিরাট সুখবর পেয়েছেন সানা খান। মুফতি আনাস সাইদের সঙ্গে বিয়ের পর এক ফুটফুটে পুত্রসন্তানের মা হয়েছেন। এমনকি ছেলের নামও রেখেছেন পাকিস্তানি ধর্মপ্রচারকের নামের সঙ্গে মিলিয়ে। এবার একদিনের সন্তানকে কোরআন শোনালেন সানা। সামজিক মাধ্যমে এ কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

সম্প্রতি সন্তানের সঙ্গে সানা তার দুটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা গেছে, বেবি কটে শুয়ে আছে সদ্যজাত, ফোনে চলছে কোরানের আয়াত। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘প্রথম দিন থেকেই আমার সন্তানকে কোরআনের পাঠ দিচ্ছি।’

এর আগে পাকিস্তানি ধর্মপ্রচারকের নাম ছেলের নাম রাখায় কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। তবে সেসব কথায় কান দিতে নারাজ সানা। তিনি বলেন, ‘এই নামটি আসলে মানুষের ওপর দারুণ প্রভাব ফেলে। তাই আমরা আমাদের ছেলের জন্য এমন একটি নাম বেছে নিয়েছি, যা ধর্মপরায়ণতা, সহনশীলতা ও সততার প্রতীক।’

২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সানার। এরপর নিয়মিত অভিনয় করছিলেন তিনি। একে একে ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা গেছে তাকে। ২০২০ সালে এই অভিনেত্রী মুফতি আনাসকে বিয়ে করেন। এরপর নিজেকে বলিউড থেকে গুটিয়ে নেন তিনি। কারণ হিসেবে সেসময় জানান, বাকি জীবন ইসলামের পথে চলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2