মা হওয়ার খবরকে ‘ভুয়া’ বললেন পূর্ণিমা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুলাই,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৯:০৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
‘মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা’―বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন খবর। যা দেখে ভীষণ বিব্রত হয়েছেন দিলারা হানিফ পূর্ণিমা। বলছেন, খবরটির কোনো সত্যতা নেই। এটি একদম ‘ভুয়া।
’ একই সঙ্গে প্রকাশ করলেন ক্ষোভ।
পূর্ণিমা বললেন, ‘একটি ভীষণ ভুয়া খবরের মুখোমুখি হলাম। এটা তো আমার হাইড অ্যান্ড সিক্রেটের কিছু না। এটা তো খুশির সংবাদ।
এ রকম হলে আমি নিজেই আমার আইডি-পেজ থেকে জানাতাম। ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয়-স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি। একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম।
’ক্ষোভ প্রকাশ করে ‘হৃদয়ের কথা’র এই নায়িকা বলেন, ‘একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছেন। অথচ যারা এমন ভুয়া খবরটি ছড়ালেন, তারা প্রকাশের আগে একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করলেন না। একবার ফোন করে জানলে কী সমস্যা ছিল? এ রকম তো না যে আমি ফোনে অ্যাভেইলেবল না। তাহলে তারা একটা মিথ্যা খবর কেন ছড়ালেন!’
পরশু ছিল পূর্ণিমার জন্মদিন। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান, শাবনূর থেকে শুরু করে অসংখ্য সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। শুধু তা-ই নয়, চলতি বছর ফিল্ম ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করেছেন এই নায়িকা। লম্বা সময় তার ক্যারিয়ারে সাফল্যের পাল্লা বেশ ভারী।