‘জাওয়ান’ ট্রেইলার: শাহরুখের একই অঙ্গে কত রুপের চমক, নেটদুনিয়া উত্তাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ জুলাই,সোমবার,২০২৩ | আপডেট: ০১:৪৪ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গত জানুয়ারিতে মুক্তি পাওয়া “পাঠান” সিনেমার আকাশচুম্বী সাফল্য শাহরুখ খানকে দেখিয়েছে আশার আলো। সেই সঙ্গে শাহরুখ খানের পরবর্তী সিনেমাগুলো নিয়েও দর্শকদের প্রত্যাশা বেড়ে গেছে।
২০২৩ সালে শাহরুখ খানের আরও দুটি সিনেমা মুক্তির কথা রয়েছে। এর মধ্যে আগে আসবে “জাওয়ান”। গত বছর প্রকাশিত টিজারে শুধু এক চোখ বের করা এবং সারা মুখে ব্যান্ডেজে মোড়া শাহরুখকে দেখেই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদ চরমে উঠেছে।
সোমবার (১০ জুলাই) সকালে প্রকাশিত হয়েছে “জাওয়ান” প্রিভিউ বা ট্রেইলার। টিজারে শুধু শাহরুখের একটি লুক দেখেই যদি দর্শকদের আগ্রহ বেড়ে গিয়ে থাকে, তাহলে ট্রেইলার দেখে সেটি নিঃসন্দেহে আকাশ ছুঁয়েছে। মাত্র সোয়া দুই মিনিটের ট্রেইলারেই যে বলিউডের বাদশাহকে অন্তত চারটি ভিন্ন লুকে দেখা গেছে।
কখনো লাল শার্টে ক্লিনশেভড চার্মিং রোমান্টিক লুকে, কখনো সেনা সদস্যের বেশে, আবার কখনো আধা মুখোশ পরে তীক্ষ্ম চাহনি দিতে দেখা গেছে শাহরুখকে। তবে আসল চমক লুকিয়ে ছিল ট্রেইলারের শেষদিকে। মুখে বাঁধা ব্যান্ডেজ খুলেই নিজের ন্যাড়া লুকে চমকে দেন কিং খান। এ রূপে তাকে আগে কখনো দেখা যায়নি।
“জাওয়ান” সিনেমায় শাহরুখ খানকে দুই ধরনের চরিত্রে দেখা যাবে। একটিতে তিনি নায়ক, অন্য রূপে ভিলেন। প্রিভিউে শাহরুখকে বলতে শোনা যায়, “আমি যখন ভিলেন হই তখন আমার সামনে কোনো নায়ক টিকতে পারে না।”
তবে “জাওয়ান” সিনেমায় শাহরুখকে ঠিক কোন ভূমিকায় দেখা যাবে, তা ট্রেইলারে পরিষ্কার করে বলা হয়নি। রহস্য লুকিয়ে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা সিনেমার প্রিভিউর ক্যাপশনে শাহরুখ বলেন, “আমি কে, কে নই, তা জানার জন্য প্রস্তুত আছো?” প্রচ্ছন্ন হলেও শাহরুখের বার্তাটি পরিষ্কার- তার প্রকৃত রহস্যের খোলাসা হবে সিনেমাটি দেখলেই।
ট্রেইলারে বহরূপী শাহরুখ মূল আকর্ষণ হলেও দর্শকদের জন্য ছিল সিনেমার অন্যান্য আকর্ষণও। দক্ষিণী ধাঁচে ধুন্ধুমার অ্যাকশন, কমেডির আঁচ, রহস্য-রোমাঞ্চে ঘেরা প্লট আর বহু তারকার মিলনমেলা- সব মিলিয়ে “জাওয়ান” যেন সবকিছুর সম্মিলিত এক কম্পলিট প্যাকেজ।
“জাওয়ান” সিনেমাটি নির্মিত হয়েছে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরি খান।
“জাওয়ান” সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা নয়নতারা। পাশাপাশি দেখা যাবে খ্যাতনামা অভিনেতা বিজয় সেথুপতিকে। এছাড়া, বিশেষ চরিত্রে হাজির হবেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়।
সেই সঙ্গে সঞ্জয় দত্ত, “দ্য ফ্যামিলি ম্যান” খ্যাত প্রিয়ামনি, “দঙ্গল” খ্যাত সানিয়া মালহোত্রা, কমেডি তারকা সুনীল গ্রোভারকেও এ সিনেমায় দেখা যাবে। একটি আইটেম গানে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও। হিন্দির সঙ্গে “জাওয়ান” সিনেমাটি তামিল ও তেলুগু ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।