avertisements 2

লস অ্যাঞ্জেলেসে শুটিং সেটে  শাহরুখ খান আহত, নাকে অস্ত্রোপচার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুলাই,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৫:৩৫ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

শাহরুখ খান

বলিউড তারকা শাহরুখ খান লস অ্যাঞ্জেলেসে শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে। মঙ্গলবার এ খবর জানা গেছে হিন্দুস্তান টাইমসের খবরে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরে শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন। তার নাকে ব্যান্ডেজ দেখা গেছে। তিনি এখন বাড়িতে আছেন এবং সেরে উঠছেন। 

সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বলিউড বাদশা লস অ্যাঞ্জেলেসে শুটিং করছিলেন। এ সময় তিনি নাকে ব্যথা পান। রক্তক্ষরণ শুরু হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

চিকিৎসকরা জানান, শাহরুখের নাকে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। উদ্বেগের কিছু নেই। 

শাহরুখ বেশ কয়েক দিন ধরে দেশের বাইরে ছিলেন। লস অ্যাঞ্জেলেসে কোন সিনেমার সেটে এমন দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় শাহরুখ বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। 

সম্প্রতি দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন শাহরুখ। রোমান্সের খোলস ছেড়ে ভরপুর অ্যাকশনে মন দিয়েছেন তিনি। সামনে মুক্তি পেতে চলেছে তার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। সেখানেও পুরো অ্যাকশন মুডে দেখা যাবে এই অভিনেতাকে। ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। টুকটাক কিছু প্যাচ শুটিংও চলছে। তেমন কোনো দৃশ্যের শুটিং করতেই যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখের ‘জাওয়ান’ সিনেমা। সিনেমাতেশাহরুখ খান থাকছেন দ্বৈত চরিত্রে। আরও থাকছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা, দাপুটে অভিনেতা বিজয় সেথুপতি, অভিনেত্রী প্রিয়ামনি, বলিউডের সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন, থালাপতি বিজয় ও সঞ্জয় দত্ত। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2