avertisements 2

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে যাচ্ছে ‘সুড়ঙ্গ’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জুলাই,সোমবার,২০২৩ | আপডেট: ১২:০৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

তমা মির্জা ও আফরান নিশো

ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এ ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। খবরটি জানিয়েছেন ‘সুড়ঙ্গ’র দুই প্রযোজক রেদওয়ান রনি এবং শাহরিয়ার শাকিল। 

ওটিটি প্ল্যাটফরম চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, শিগগির ‘সুড়ঙ্গ’ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে।
আমরা আশা করছি এ মাসেই মুক্তি পেতে পারে। বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গে ২২ জুলাই মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। ইন্ডিয়াতে এসভিএফ থেকে সেন্সরে ‘সুড়ঙ্গ’ জমা দেয়া হয়েছে।
সেন্সর ছাড়পত্র না পেলে চূড়ান্ত তারিখ বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, তবে আশা করা যাচ্ছে ২২ জুলাই মুক্তি দেয়া যাবে। এটি কোনো বিনিময়ে যাচ্ছে না। বাংলাদেশের আইন অনুযায়ী ইন্ডিয়া থেকে কোনো ছবি এদেশে এনে দেখাতে হলে বিনিময়ে এদেশের একটি ছবি সেখানে মুক্তি দিতে হবে।
যেহেতু এসভিএফ ইন্ডিয়ান কোম্পানি তারা এদেশ থেকে নিচ্ছে তাই বিনিমিয়ে আরেকটি ছবি আনার দরকার পড়ছে না।

এবারের ঈদে ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। এ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিষিক্ত হলেন আফরান নিশো। 

খোঁজ নিয়ে জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় সর্বোচ্চ ৩৩টি করে শো চলছে সুড়ঙ্গর। পরিচালক রায়হান রাফী বলেন, ছবিটি দেখার পর দর্শক প্রশংসা করছেন। শুধু ভারতে নয়, পাশাপাশি শিগগির আমরা অন্যান্য দেশেও সুড়ঙ্গ মুক্তি দেব।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2