বাবা দিবসে কাকে ইঙ্গিত করে খোঁচা দিলেন পরীমনি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জুন,রবিবার,২০২৩ | আপডেট: ০৬:১৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ছেলের সঙ্গে পরিমনি। ছবি: পরিমনির ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। নানা কারণে সবসময়ই থাকেন আলোচনা-সমালোচনার তুঙ্গে। আজ বিশ্ব বাবা দিবস। এদিনে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাদের নিয়ে নানা স্মৃতি শেয়ার করেন। বাদ যাননি পরিমনিও। রোববার ভোর ৫টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে বাবা নিয়ে কাউকে ইঙ্গিত করে খোঁচা দিয়ে বসলেন তিনি।
রোববার ভোর ৫টার দিকে বাবা নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে পরিমনি লিখেন, "এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোন স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোন মেমোরিজই থাকবে না!"
কাউকে লুজার ইঙ্গিত করে তিনি লিখেন, "অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের সাথে আছে! লুজার।"
অনেক বছর আগেই বাবা-মা হারানো এই নায়িকা আরও লিখেন, "মা বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে।"
এরপরই নিজের সন্তানের প্রসঙ্গ তুলে তিনি লিখেন, "যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।"
স্ট্যাটাসের শেষে পরিমনি দুটি ইমুজি শেয়ার করেছেন। একটি লজ্জা, অন্যটি ভালোবাসার।
স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনদের ধারণা, এটি পরীমনি তার সন্তানের বাবাকে উদ্দেশ্য করেই হয়তো লিখেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফাঁসের ঘটনায় পরিমনির স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সাথে তার দাম্পত্য কলহের বিষয়টি সামনে আসে। এরপর থেকে জানা যায় তারা দুজন আলাদা থাকছেন।
প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী বাবা দিবস পালন করা হয়। দিনটিতে বিশেষভাবে বাবাদের স্মরণ করে উদযাপন করেন সন্তানরা।