‘প্রিয়তমা’র ফার্স্ট লুকেই ঝড় তুললেন শাকিব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জুন,রবিবার,২০২৩ | আপডেট: ০৪:৩৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
শাকিব খান
প্রকাশ হয়েছে শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক। শাকিবের বড় চুল বাতাসে উড়ছে, চোখে সানগ্লাস, রুমাল খুলে ফেলা মুখের রেখায় কাঠিন্য, পরনে জিন্স জ্যাকেট। শাকিবের এই লুক সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ঝড় তোলা ফার্স্ট লুকে প্রশংসার বন্যায় ভাসছেন শাকিব।
নেট মাধ্যমে হাজার হাজার মন্তব্যে উঠে আসছে প্রশংসা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম মন্তব্যে মন্তব্যে ভরে যাচ্ছে। ভিডিওটিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করছেন নেটিজেনরা। সিনেমা সংশ্লিষ্টরাও শাকিবকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
কেউ কেউ শাকিব খানের এই লুকের সঙ্গে ‘কিসিকা ভাই কিসি কি জান’-এর সালমান খানের সঙ্গে মিল খোঁজার চেষ্টাও করেছেন। তারা সালমানের সঙ্গে শাকিবের ছবি জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কথা বলছেন।
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’র ফার্স্ট লুকে শাকিবকে নিয়ে ভক্তরা অপেক্ষা করছেন আসন্ন ঈদের জন্য। সিনেমায় শাকিবকে নতুনভাবে আবিষ্কারের নেশায় উন্মুখ হয়ে আছেন।
‘প্রিয়তমা’র গল্প মূলত রোমান্টিক মেজাজ লেপ্টে থাকলেও টিজারে পুরোপুরি অ্যাকশনরূপে কেন এলেন? এমন প্রশ্নে নির্মাতা বললেন, সব কিছুর সমন্বয়েই তো একটা সিনেমা। প্রিয়তমায় সব কিছুই রয়েছে।
ছবিটির নায়ক শাকিব খান থাকায় শতভাগ আশাবাদী নির্মাতা হিমেল আশরাফ। তিনি বলছেন, ‘প্রথম তিন দিন শাকিব ভাইয়ের নামে যে দর্শক আসবে, এই দর্শকগুলো পুনরায় হলে আসবে এবং তাদের মুখে মুখে এই ছবি ব্যাপক পরিসরে ছড়িয়ে যাবে। আমার বিশ্বাস, শাকিব খানের ভক্তরাই এই ছবির বড় প্রচারক হয়ে উঠবেন।
’
ইতোমধ্যে শেষ হয়েছে ‘প্রিয়তমা’র শুটিং। এর মধ্যে সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এ ছবি ‘চড়া মূল্যে’ হল বুকিং চলছে। পরিচালক হিমেল আশরাফ জানান, শাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হল মালিকরা ‘প্রিয়তমা’য় আগ্রহ দেখাচ্ছে। চলতি সপ্তাহে ‘প্রিয়তমা’ চলচ্চিত্রটি সেন্সর পেতে পারে।
যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়া আরো অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।