বিচ্ছেদ গুঞ্জনের অবসান, মুখ খুললেন নেহা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জুন,শনিবার,২০২৩ | আপডেট: ০৪:৪০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় সংগীত শিল্পী নেহা কাক্কর ও স্বামী রোহানপ্রীত। খবরের পাতায় পাতায় ভেসে বেড়ায় তাদের সংসার ভাঙনের গুঞ্জন। ঘটনার সূত্রপাত নেহার জন্মদিনকে ঘিরে। জন্মদিন পার্টিতে দেখা যায়নি তার স্বামীকে। এরপর থেকেই সবার মনে প্রশ্ন জাগে, স্ত্রীর জন্মদিনে কেনো পাশে নেই স্বামী? তাহলে কি বিচ্ছেদের পথে হাঁটছে এই দম্পতি?
সংসার ভাঙার গুঞ্জন নিয়ে ভক্তদের বিভিন্ন মন্তব্য ও সংবাদ প্রকাশ হলেও চুপ থেকে যান নেহা। তিনি যেন তার মতো করেই কিছু ভেবে রেখেছিলেন। সেটাই করলেন! গতকাল সংসার ভাঙার গুঞ্জনে পানি ঢেলে দিয়ে স্বামী রোহানের সঙ্গে বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নেহা। যেখানে তাদের দুজনের খুনসুটি ফুটে উঠেছে। ছবিগুলো পোস্ট করে সংগীত শিল্পী লিখেছেন, বরের সঙ্গে ফাটাফাটি একটা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম। সেই ছবিতে কমেন্ট করেছে তার স্বামী রোহানপ্রীত। বলেছেন, ‘উফ কী ফাটাফাটি গেল ট্রিপটা।’
বলেছেন, উফ কী ফাটাফাটি গেল ট্রিপটা। নেহা ও রোহানের দেখা হয় চণ্ডীগড়ে। প্রথম দেখাতেই প্রেমে পড়েন এই তারকা যুগল। নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট রোহান পেশায় গায়ক। তাকে মনে ধরে যায় গায়িকার। এরপর প্রেমকে পরিণয়ে রূপ দেন। ২০২০ সালের ২৪ অক্টোবর ধুমধাম আয়োজনে মালাবদল করেন তারা।