ডিভোর্সের পথে না হাঁটলেও আর সংসারে ফিরবেন না রাজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ জুন,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১২:২৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাজ ও পরী। ছবি : সংগৃহীত
স্ত্রী পরী মণির প্রতি ‘ভালোবাসা’ জানিয়ে চিত্রনায়ক শরিফুল রাজ বলেছেন, আপাতত তিনি ‘অফিসিয়াল ডিভোর্সের’ পথে না হাঁটলেও সংসারে আর ফিরবেন না। একই সঙ্গে কেন তিনি সংসার ছেড়েছেন সেই কারণটি সবাইকে জানিয়ে দিতে পরীমনিকেই অনুরোধ করেছেন।
একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে সংসার জীবন নিয়ে খোলামেলা আলোচনায় এমন মন্তব্য করেছেন সময়ের আলোচিত নায়ক শরিফুল রাজ।
সংসার নিয়ে নিজের ভাবনা জানিয়ে রাজ বলেন, ‘আমি আসলে তার সঙ্গে থাকতে সক্ষম না। আমি বিয়ের পরে নিজেকে বদলে ফেলেছি। মানুষ হিসেবে তার খেয়াল রাখার চেষ্টা করেছি। আমাদের সন্তান হওয়ার পর কিছু মানুষ আমার সংসারে যুক্ত হয়েছেন, তারা ভালো মানুষ নন। আমি কিন্তু ওর সব কথা শুনি, আমরা বিশ্বাস করি একে অপরকে খারাপ কাজের দিকে এগিয়ে দেব না। সেও আমার কাজ নিয়ে চিন্তিত, কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে সেই আমি ২০ কোটি মানুষকে জানাতে চাই না। নিজেকে এবং নিজের কাজে সময় দেওয়া দরকার। আমি আপাতত দূরে থাকতে চাচ্ছি, কিন্তু সেই দূরে থাকার সময়টাকে আমি টেনে নিয়ে যাব না অনেক দিন। আমি জানি না আইন কী বলে, কিন্তু সন্তানের দিকে দুজনেই খেয়াল রাখতে চাই।’
অফিসিয়ালি ডিভোর্সের দিকে আগাচ্ছেন কি না জানতে চাইলে রাজ বলেন, ‘ডিভোর্সের বিষয়টি চিন্তাভাবনার জন্য সময় লাগবে। পরীমনির মত আমি হুট করে কিছু একটা লিখে ফেলি না। আমার নিজেকে ঠিক করা উচিত, কাজে ফেরা উচিত, আমার ভালো থাকা উচিত।’
পরীর উদ্দেশে রাজ বলেন, ‘যাই হোক না কেন, আমি তোমাকে ভালোবাসি। ভালো থেক হাসিখুশি থেক, বাচ্চাকে দেখে রেখ।’
অনুষ্ঠানে তাঁদের দাম্পত্য সমস্যাকে ‘খুঁচিয়ে বাড়িয়ে’ তোলার জন্য একাধিকবার সাংবাদিকদের ওপর ক্ষোভও প্রকাশ করেন রাজ।
সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করে রাজ বলেন, ‘আমার ঘরের খবর, খুবই ব্যক্তিগত ব্যাপার নিয়ে সবার আগে কনর্সান হন সাংবাদিকরা। আমি খুশি হতাম আমার কাজ নিয়ে কথা হলে, কাজ নিয়ে আলোচনা সমালোচনা হলে আমি অনুপ্রাণিত হতাম। কিন্তু সবাই যদি আমার খুব ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে, সেটা আমাকে মানসিকভাবে যন্ত্রণা দেয়। আমি কখনও সাংবাদিকদের সঙ্গে কাজ ছাড়া কথা বলিনি। কিন্তু তাদের ভূমিকা অন্য।’
‘দামাল’ সিনেমা মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরী মণি। সেখান থেকে দাম্পত্য জীবনের অবনতি হয়েছে রাজ-পরীর। সম্প্রতি রাজের ফেসবুক আইডি থেকে ব্যক্তিগত কিছু ভিডিও প্রকাশ্যে এলে সেটা জটিল আকার ধারণ করে।