আমার প্রতি খুবই যত্নশীল ছিল শাকিব: বুবলী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ মে,রবিবার,২০২৩ | আপডেট: ১২:৩৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
শাকিব-বুবলীর সম্পর্কটা এখন অমীমাংসিত। শাকিবের দাবি, বুবলীর সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। অন্যদিকে বুবলী জানিয়েছেন, এখনও বিচ্ছেদ হয়নি তাদের। এ নিয়ে দুজনের কথার যুদ্ধ কদিন পরপরই চলছে। এবার সম্পর্কের শুরুর দিককার কথা তুলে বুবলী জানালেন তার প্রতি খুব যত্নশীল ছিলেন শাকিব।
ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাংক্ষাৎকারে বুবলী বলেন, ‘আমরা যখন একসঙ্গে কাজ শুরু করি, তখন শাকিব শুধুই আমার সহ-অভিনেতা ছিল। তারপর ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। মানুষটাকে কাছাকাছি পাওয়ার পর মনে হয়েছিল অনেকটা পরিণত। আমার প্রতি খুবই যত্নশীল ছিল সে। আমার জন্য তার ভাবনা, দায়িত্বজ্ঞান দেখে মনে হয়েছিল তার জগতে শুধু আমি আছি। সে থেকেই প্রেম শুরু আমাদের।’
একসময় প্রেমের বিরোধী ছিলেন বুবলী। এমনটা উল্লেখ করে বলেন, ‘প্রেম তো দূরের কথা ছেলেদের সঙ্গে কথা বলার সময়ও ছিল না আমার। মা কলেজে দিয়ে আসতেন, ক্লাস শেষ হলে কলেজ থেকে নিয়ে আসতেন।’
২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়। ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন বুবলী।