ছেলেটা প্রতারক, বড় অভিনেতা : শিরিন শীলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ মে,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৬:৪৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
প্রতিবন্ধীর অভিনয় করে আমার সহানুভূতি নিয়ে আমার সাথে চুমু দিয়ে যে কান্ড করেছে তা সত্যিই আমি অবাক! ছেলেটা আমাদের চেয়েও বড় অভিনেতা। আমরা অভিনেতা হলে কি হবে তার মতো বড় অভিনেতা নই। একজন প্রতারক। এভাবেই লাইভে এসে বললেন নায়িকা শিরিন শীলা। খুবই ক্ষুব্ধ তিনি।
ইউটিউবার ও সাংবাদিকদের প্রতি আহবান জানান বিষয়টি নিয়ে পরিস্থিতি ঘোলাটে না করতে। তিনি ইউটিউবারদের উদ্দেশ্যে বলেন, কিছু টাকা কামানোর জন্য এমন সব কন্টেন্ট তৈরি করবেন না যাতে কষ্ট পাই। তিনি বিষয়টি খোলাসা করতেই লাইভে এসেছেন বলে জানান।
নায়িকা শিরিন শীলা বলেন, আমার অতি আবেগ, ভক্তের প্রতি ভালোবাসার কারণে আজ এমন একটি ঘটনা ঘটেছে। আমি ছেলেটিকে বিশ্বাস করে তাকে খাওয়ানোর টাকা দিয়েছি। সে যে ঘটনা ঘটিয়েছে আমি ভক্ত ভেবে মাথা ঠান্ডা করে পরিস্থিতি সামাল দিয়েছি।
ছেলেটি বলেছে তার মা নেই। সে আমার সাথে খেতে চাই। গাড়িতে ঘুরতে চায়। আমার সে অভিনয় দেখেছে। আমাকে স্কুলে ভর্তি করে দিতে বলেছে। পরে জানলাম তার মা আছে। সে ১০দিন আগে বিয়ে করেছে। রিকসা চালায়। সে প্রতিবন্ধী নয়। আসলে একজন প্রতারক। আমার সাথে প্রতারনা করে অভিনয় ছলে আমার সরলতার সুযোগ নিয়ে এক পর্যায়ে চুমু দিয়ে বসেছে। আসলেই ছেলেটা একজন লুচ্চা। তা না হলে এমনটি করে কি ভাবে। তারপরও আমি মাথা গরম করিনি।
প্রসঙ্গত, গত সোমবার (২২ মে) ঢাকার ধামরাইয়ে ‘দ্য রাইটার’ নামের এক সিনেমার শুটিং চলছিল। শুটিং সেটেই একটি বিব্রতকর ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই ভিডিওটি পোস্ট করেন। এরপর থেকেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
বুধবার সকালে শুটিং সেটে সেই ছেলেটিকে ধরে নিয়ে আসা হয়। তখন ছেলেটি শিরিন শিলার পা ধরে মাফ চাইছে। শুটিং ইউনিটের কেউ কেউ তাকে পুলিশে দেওয়ার কথাও বলছিলেন। শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়। পুরো বিষয়টি ফের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন শিরিন শীলা।
লাইভে এসে শিরিন শীলা বলেন, বিষয়টি পরিস্কার করতেই আমি ভিডিওটি প্রকাশ করি। ভাইরাল হবার জন্য নয়। ছেলেটি ভক্ত সেজে আমার সাথে সরলতার সুযোগে যা করেছে তা যেনো কেউ অন্য কোন অভিনেত্রীর সাথে করতে না পারে তা সর্তক করতে ভিডিও আপ করেছি।
এতে কেউ অন্য ভাবে নিবেন না। আর আমার এই সরলতার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেসব ইউটিউবার ছেলেটির বাসায় গিয়ে ভিডিও করে এসে যা তা ভাবে প্রচার করছেন যা তা হেডিং দিয়ে তা বন্ধ করবেন।