avertisements 2

সালমান শাহর মতো শাকিবকেও আত্মহত্যা করতে বাধ্য করবে: প্রিন্স মাহমুদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ মে,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:৩১ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text


সালমান শাহর মতো শাকিব খানকে আত্মহত্যা করতে বাধ্য করা হবে বলে মনে করছেন দেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই আশংকার কথা লেখেন তিনি।

প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘এরা শাকিব খানকে আত্মহত্যা করতে বাধ্য করবে সালমান শাহর মতো, আমি নিশ্চিত। এরা ভুলে গেছে এদের সমস্ত অর্জন শাকিব খানের জন্য। সালমান শাহ মারা যাওয়ার আগের সময়টা আমার মনে আছে, প্রায় পুরো ইন্ডাস্ট্রি সালমান শাহর বিরুদ্ধে চলে গিয়েছিল।’

এরপর মন্তব্যের ঘরে তিনি আরও লেখেন, ‘খুব টেকনিক্যালি তাকে ব্লাকমেল করা হচ্ছে। ছেলেটা একটু চালাক আর সব সাংবাদিক মেইনটেইন করতে পারলেই হতো। যাই হোক সাংবাদিকসহ সব বন্ধুদের বলি, মতের একটু অমিল বা স্টার আপনার কাজে না আসলে তার বিরুদ্ধাচরণ করবেন না। এ রকম নায়ক যুগে একটা আসে।’

এ দিন শাকিব অভিনীত ‘শিকারি’ সিনেমা দেখার কথাও জানান প্রিন্স মাহমুদ। তিনি মনে করেন, ঢালিউডের পরিচালকেরা তাকে ঠিকঠাক ব্যবহার করতে পারেননি।’

প্রিন্স মাহমুদের এই কথার সাথে একমত পোষণ করছেন শাকিবিয়ানরা। এ ছাড়া সাধারণ নেটিজেনরাও সেটা মনে করছেন। মন্তব্যের ঘরে চোখ রাখলেই সেটা বোঝা যাচ্ছে। মূলত, বিভিন্ন সময়ে শাকিবকে নিয়ে নেতিবাচক সমালোচনা হয়। এর প্রেক্ষিতে ফেসবুকে প্রিন্স মাহমুদ ওই স্ট্যাটাসটি দিয়েছেন।

এদিকে শাকিব বর্তমানে ‘প্রিয়তমা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার নায়িকা কলকাতার ইধিকা পল। আসছে রোজার ঈদে এটি মুক্তি পাবে। ইতোমধ্যে ছবিতে কিং খানের লুক ভাইরাল হয়েছে।

৯০-এর দশকে সালমান শাহর মৃত্যুর আগের সময়টা তুলনা করে জেমসের 'আমার সোনার বাংলা' গানের স্রষ্টা লিখেছেন, ‘আমার সালমান শাহ্‌ মারা যাওয়ার আগের সময়টা মনে আছে, প্রায় পুরো ইন্ডাস্ট্রি সালমান শাহর বিরুদ্ধে চলে গিয়েছিল।’
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2