avertisements 2

বিযের ঘোষণা : বাবা হচ্ছেন রোশান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ মে,সোমবার,২০২৩ | আপডেট: ০৪:৪৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

গোপন কথা আর রইলো না গোপন। সবাই জেনে গেলো। আর জানান পর পর চমক দেখালেন নায়ক রোশান। এবার জানালেন তিনি বিয়ে করেছেন শুধু কি তাই এবার বাবাও হচ্ছেন। জানা যায়, ক’দিন আগেই গোপন বিয়ের খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান। এবার জানা গেল, বাবা হতে চলেছেন এই নায়ক।

রোশানের পরিবারের ঘনিষ্ঠজনরা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগেই তারা বিয়ের খবর সবার সামনে আনেন। জানা যায়, দুই পরিবারের সবাই এখন রোশান ও এশার অনাগত সন্তানের অপেক্ষায় দিন গুনছেন।

অবশ্য রোশান বাবা হওয়ার পরই কথাটা সবাইকে জানাতে চান। তার মতে- আগে সন্তান নিরাপদে পৃথিবীতে আসুক, তারপর ভক্তদের জানাব। ২০২০ সালের ১১ জুন তাহসিনা এশাকে বিয়ে করেন রোশান।

সেদিন তার এক বন্ধুর উত্তরার বাসায় কাজী ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এতদিন পর বিয়ের খবর প্রকাশ্যে আনা প্রসঙ্গে রোশান বলেন, আমাদের কাছের অনেকেই বিয়ের বিষয়টি জানতেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2