এবার ভরপুর বিনোদন দেবেন নায়িকা পূর্ণিমা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মে,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৯:০৮ এএম, ১২ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এবার ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন তিনি।
এ ওয়েব সিরিজ সম্পর্কে অমি বলেন, বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। তিনি বলেন, দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এ ধরনের গল্প আগে দেখেনি।
‘হোটেল রিলাক্স’ প্রযোজনা করছে বঙ্গ। শুটিং চলছে পুরান ঢাকা ও আশপাশের কিছু এলাকায়। এর আগে টিভি নাটক বানিয়ে বিপুল জনপ্রিয়তা পান অমি। চলতি বছরের ফেব্রুয়ারি অথবা মার্চে ‘হোটেল রিলাক্স’ মুক্তি পেতে পারে।