আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি, শাকিবের উদ্দেশে বুবলী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ মে,
বুধবার,২০২৩ | আপডেট: ০৪:৫৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ছবি সংগৃহীত
সদ্য দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন শাকিব খান। এটাও জানান যে, তার সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয়ও করবেন না বলে জানান তিনি।
শাকিবের সেই সাক্ষাৎকারটি বুবলীর চোখ এড়ায়নি। স্বাভাবিকভাবে তিনি কথাগুলো সহজভাবে নেননি। সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রতিক্রিয়া। বুবলি লিখেছেন, ‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে কেমন যেন! বাস্তবে দেখা আপনার সাথে মেলে না। আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে? কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এ রকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি, হচ্ছেটা কী!’
ছেলে শেহজাদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু বলতে চান না বলে জানালেন বুবলী। তবে ছেলের সম্মানের জন্য কথা বলতে পিছপা হবেন না। তিনি আরও লিখেছেন, ‘শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না। এড়িয়ে যাই, কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব।’
শাকিবের সঙ্গে ঈদ উদযাপনের প্রসঙ্গ টেনে বুবলী লেখেন, ‘আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম। শেহজাদসহ একসাথে ঈদ কাটিয়েছি। গাড়িতে ঘুরেছি। গান শুনেছি। আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন। আপনার জোকস শুনে হেসেছি। একসাথে খাবার খেয়েছি। আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি। শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদের পরেও একসাথে থেকেছি। টাইম স্পেন্ড করেছি। কিন্তু কিছুদিন পর পর কী উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন?’
বাবার এ ধরনের কথা সন্তানের ভবিষ্যৎ জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বুবলী। তিনি আরও লেখেন, ‘এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে; ভাববে কী নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন! আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি। বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানাভাবে সাপোর্ট দিয়েছি।’
শাকিব আগে এমন ছিলেন না বলে জানিয়ে বুবলী লেখেন, ‘আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পরপর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেন? উদ্দেশ্য কী? আগে তো কখনও এ রকম করতেন না! নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয় না?’
স্বামীকে শুভকামনা ও উপদেশ দিয়ে বুবলী লেখেন, ‘সবকিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে। ভালো ভালো সিনেমা করুন। তবে মনে রাখবেন, সুপারস্টারডম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়। অনেকটা সময় পার হয়ে গিয়েছে। নিজের জীবনটাকে গোছান, সেটা যেভাবেই আপনার ভালো লাগে। আমি কখনও আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি। সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল। এখনও আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার। সেটা যেই সিদ্ধান্তই হোক, আমি অবশ্যই শুভকামনা জানাব।
সবশেষ শাকিবকে অনুরোধ জানিয়ে বুবলী লেখেন, ‘কিন্তু বিনীত অনুরোধ করব, আবারও কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না এবং শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন।’