avertisements 2

বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’র পক্ষে সাফাই গাইলেন মোদী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ মে,শনিবার,২০২৩ | আপডেট: ০১:৪১ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ভারতেশত প্রতিকূলতা সত্ত্বেও অবশেষে শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি। কর্ণাটকে ভোট প্রচারে গিয়ে কংগ্রেসকে তোপ দাগতে ‘দ্য কেরালা স্টোরি’কে হাতিয়ার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবিটির বিষয়বস্তুর প্রশংসা শোনা গিয়েছিল তার মুখে। আর খোদ প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত ছবির নির্মাতারা। প্রযোজক ভিপুল শাহর দাবি, সিনেমার মাধ্যমে কী ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তা মোদিই পরিষ্কার করে দিয়েছেন।

ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তাতে দেখানো হয়, কেরালা থেকে ৩২ হাজার নারী নিখোঁজ হয়ে যান, যারা পরে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন। তবে কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এ তথ্য মিথ্যা বলে দাবি করেন। ছবির নির্মাতাদের বিরুদ্ধে সরব হয়ে কংগ্রেস নেতা শশী থারুর জানান, বাস্তবকে ভুলভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। 

এদিকে গতকাল শুক্রবার কেরালায় নির্বাচনী প্রচারে গিয়ে এই ছবির সমর্থনেই কার্যত সুর চড়ান মোদি। বলে দেন, এই ছবিকে নিষিদ্ধ করার দাবি তুলে কংগ্রেস আদতে সন্ত্রাসবাদকেই প্রশ্রয় দিচ্ছে। তাই বিতর্কের আবহে প্রধানমন্ত্রীকে পাশে পেয়ে খুশি প্রযোজক।

তিনি বলেন, আমরা বারবার বলেছি যে এই সিনেমা কোনো সম্প্রদায় কিংবা ধর্মের বিরুদ্ধে নয়। সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছে। আর সেটাই এবার জানিয়ে দিলেন খোদ আমাদের প্রধানমন্ত্রীও।’ 

পাশাপাশি ছবিটির মুক্তি স্থগিতাদেশ না দেওয়ায় কেরালা হাইকোর্টের প্রতিও নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন ভিপুল শাহ। বিতর্ক দানা বাঁধায় ছবিটি ঘিরে কৌতূহল তৈরি হয়েছিল দর্শকদের। তাই প্রথম দিনেই উল্লেখযোগ্য সাড়া ফেলেছে আদা শর্মা অভিনীত ছবিটি। মুক্তির দিনই সাড়ে ৭-৮ কোটি রুপির ব্যবসা করেছে। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2