ভাইজানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ নতুন গান প্রকাশ্যে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ এপ্রিল,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৮:৩৬ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মুক্তি পেয়েছে সালমান খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর নতুন গান ‘ও বল্লে বল্লে’। এই গানে লম্বা চুল, কালো মেরুনের জমকালো জ্যাকেটে নজর কেড়েছেন ভাইজান।
সালমান খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির আগে একের পর এক গান, ট্রেলার প্রকাশ করে ইতোমধ্যে উত্তেজনা তৈরি করেছে। প্রথম গানে যেমন সালমান খানের সঙ্গে পূজা হেগড়ের প্রেম কাহিনি গড়ে ওঠার আভাস মিলেছিল, নতুন এই গানে তেমনই ছবিতে তার বাকি তিন বন্ধুর প্রেমের ঝলক দেখা গেছে। সুখবীরের কণ্ঠে ও তারই সংগীত পরিচালনায় তৈরি হয়েছে এ গান।
এটি মূলত পাঞ্জাবী গায়ক সুখবীর সিংহের পুরোনো হিট গান ‘বল্লে বল্লে’র নতুন ভার্সন। গানে দেখা যায় সালমান খান, শেহনাজ গিল, রাঘব জুয়াল, পালক তিওয়ারি, ভিনালি ভাটনগর, সিদ্ধার্থ নিগম ও জসসি গিলকে।
গানের শুরুতেই সালমান খানকে দুর্দান্ত স্টেপে নাচ করতে দেখা গেল। শেহনাজ ও রাঘব, পালক ও জসসি এবং সিদ্ধার্থ ও ভিনালির প্রেমের ঝলকও মেলে। গানের কথা লিখেছেন কুমার। গানের মূল উপাদান পাঞ্জাবী বি
পুরোনো গান নতুন করে তৈরির ব্যাপারে সুখবীর বলেন, সালমান চেয়েছিলেন দুটো গান ‘দিল করে’ ও ‘বল্লে বল্লে’ ব্যবহার করে একটা পুরো নতুন গান তৈরি করতে এবং সেই থেকেই ‘বল্লে বল্লে’র রিমেক তৈরি হয়েছে। প্রথম গানটি পাঞ্জাবিতে গেয়েছিলাম কিন্তু পরের গানটি গেয়েও আমি খুবই আনন্দ পেয়েছি। লিরিক্স ও গানের ধরনের সঙ্গে খাপ খাইয়ে পাঞ্জাবি বিট ঢোকাতে হয়েছে।’ এই গানের বাড়তি লিরিক্স নাকি লিখেছেন সালমান নিজেই।
ফারহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২১ এপ্রিল।