avertisements 2

গায়কের তিন বিয়ে ছয় সন্তান, ৬৩ বছরে হলেন বাবা 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ এপ্রিল,সোমবার,২০২৩ | আপডেট: ০৬:৩৯ পিএম, ১ মে, বুধবার,২০২৪

Text

জনপ্রিয় পপ গায়ক জামাল আবদিল্লাহ। গানের মাধ্যমে শ্রোতাপ্রিয় হয়েছেন অনেক আগেই। তবে মাঝে মাঝে অভিনয়েও দেখা মেলেছে তার। চমকে দিয়েছেন নতুন নতুন গানে কণ্ঠ দিয়ে।

তবে এবারও সবাইকে চমকে দিলেন ৬৩ বছর বয়সে বাবা হয়ে। তাও যষ্ঠবারের মতো। শুক্রবার (১৪ এপ্রিল) কুয়ালালামপুরের একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

এ প্রসঙ্গে জামাল আবদিল্লাহ গণমাধ্যমে বলেন, ‘চিকিৎসকের পরামর্শে সিজারের (অস্ত্রোপচার) মাধ্যমে তাদের সন্তানের জন্ম হয়েছে। নবজাতক ও স্ত্রী—দুজনই সুস্থ আছেন। বাচ্চার ওজন ২ দশমিক ৯৪ কিলোগ্রাম। পবিত্র রমজান মাসে আমাদের মেয়ের জন্ম হয়েছে। পরিবারে নতুন সদস্যের উপস্থিতিতে আমাদের ঈদটা আরও আনন্দে কাটবে। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন।’

এদিকে আরও জানা যায়, জামাল আবদিল্লাহ ও তার ২৭ বয়সী স্ত্রী ইজ্জাতির সংসারে এটি চতুর্থতম সন্তান। কন্যার নাম রাখা হয়েছে রাহিল লরা সালসাবিল ইয়ামানি। ২০১৭ সালের ১ এপ্রিল বিয়ে করেন তারা। তাদের বাকি তিন সন্তানের বয়স ৩, ২ ও ১।

যষ্ঠবারের মতো বাবা হয়েছেন তিনি কারণ এর আগেও তিনবার বিয়ে করেছেন জামাল। তিন স্ত্রীর সঙ্গেই বিচ্ছেদ ঘটেছে তার। আগের সংসারে জামালের দুই পুত্রসন্তান রয়েছে।

প্রসঙ্গত, বিগত ৫০ বছর ধরে নিয়মিত গান করছেন জামাল। মালয়েশিয়ার শীর্ষ পপ গায়কদের একজন তিনি। নিজ দেশের বাইরেও ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত গান করেন পপ খ্যাত গায়ক।

সূত্র : হারিয়ানা মেট্রো
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2