avertisements 2

তাহসানকে বিয়ে করা ভুল ছিল-সেই মন্তব্যে মুখ খুললেন মিথিলা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ এপ্রিল,রবিবার,২০২৩ | আপডেট: ০৮:০১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলাকে নিয়ে সম্প্রতি একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হয়। অল্প বয়সে তাহসানকে বিয়ে করা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল; পুরনো এই খবর নতুন করে ভাইরাল হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়। বিষয়টি নিয়ে এবার দেশের একটি সংবাদমাধ্যমে মুখ খুলেছেন মিথিলা।

এই অভিনেত্রী দাবি করেন, বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি বলেছি, কম বয়সে মেয়েদের বিয়ে করা ঠিক নয়। কম বয়সে বিয়ে করে আমি ভুল করেছি। সম্ভবত কোভিডের মধ্যে একটি ইউটিউব চ্যানেলে এই কথাগুলো বলেছিলাম।’
মিথিলার ভাষ্য, আমি যখন বিয়ে করি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী, বয়স ২৩। এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি। এখন আমার মনে হয়, ২৩ বছর বয়সে ছাত্রী থাকা অবস্থায় বিয়ে করা আসলেই উচিত হয়নি আমার। কেন বলেছি, আমার অনেক মেয়ে ভক্ত আছেন। আমাকে অনেকে রোল মডেল ভাবেন, তাদের উদ্দেশে এসব বলা।

তিনি আরও বলেন, ‘আমি এখনো বলব, সাধারণত সব মেয়েরই লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া উচিত। কারণ, আমাদের সমাজে এখনো মেয়েদের চলার পথ মসৃণ নয়।’

উল্লেখ্য, ২০০৬ সালে তাহসানকে বিয়ে করেছিলেন মিথিলা। এরপর ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন তারা। তাহসানের সঙ্গে ডিভোর্সের প্রায় দুই বছর পর, ২০১৯ সালে ডিসেম্বরে ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2