‘জ্বিন’ দেখে লাখ টাকা জেতার সুযোগ! কিন্তু কিভাবে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৯:৫৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ছবি: সংগৃহীত
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে সিনেমা ‘জ্বিন’। নাদির চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল-পূজা চেরিসহ অনেকে। ঈদুল ফিতর মুক্তির কথা শোনা যাচ্ছে সিনেমাটির।
মুক্তির অপেক্ষায় থাকা ‘জ্বিন’ সিনেমাটি নিয়ে বেশ সরব প্রযোজনা প্রতিষ্ঠান। প্রচারের পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সিনেমাটি নিয়ে। ‘জ্বিন’ সিনেমাটি একা দেখতে পারলে পাওয়া যাবে এক লাখ টাকা। এমন ঘোষণাই দিয়েছে প্রতিষ্ঠানটি।
জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। হল ছাত্রদের সাথে আলোচনা। সেখানে সব ছাত্রের উদ্দেশে ঘোষণা দেয়া হলো, কেউ একা একটি হলে বসে জ্বিন সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে তাকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে।’
পোস্টে আরও লেখা হয়, ‘সেখানে কেউ রাজি হয় নাই। আপনি কি পারবেন সিনেমাটি একা দেখতে, সম্পূর্ণ হলে আপনি একা? যদি পারেন তাহলে জানান। আমরা রেডি।’
তার সঙ্গে কিছু শর্ত জুড়ে দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ জানান, ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। হলের বাইরে একটি অ্যাম্বুলেন্স থাকবে। যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন, তাহলে আপনাকে হল ও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে। যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন, আপনাকে কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ এক লাখ টাকা দেবে।
বিষয়টি জানতে চাইলে আবদুল আজিজ বলেন, ‘এটি কোনো ভাঁওতাবাজি নয়। আমরা সত্যি এটি করছি। কিছু মানুষকে সিনেপ্লেক্সে এনে ভেতরে সিসি ক্যামেরা দিয়ে দেখব, কী করে। এক দিনের জন্য সিনেপ্লেক্স ভাড়া নিচ্ছি আমরা। হতে পারে এক শো-তে দুজন দুই কোনায়।’
জাজের এ চ্যালেঞ্জকে অনেকেই ‘ফান’ হিসেবে নিয়েছে। পোস্টে ৪৫ হাজার ‘হাহা রিয়েক্ট’ দেখা গেছে। অনেকে আবার চ্যালেঞ্জ নিতেও রাজি হয়েছে।