avertisements 2

আত্মরক্ষার্থে বুলেট প্রুফ গাড়ি কিনলেন সালমান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ এপ্রিল,শনিবার,২০২৩ | আপডেট: ০২:৫৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

লাগাতার হত্যার হুমকি পেয়ে নিজের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরাল করতে এবার একটি বুলেটপ্রুফ গাড়ি কিনলেন বলিউড তারকা সালমান খান।

সম্প্রতি নিশান পেট্রোল এসইউভি নামের মাল্টি-স্পেশ্যালিটি বুলেটপ্রুফ ওই গাড়িতে এই অভিনেতাকে যাতায়াত করতে দেখা যাচ্ছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

গাড়িটি এখনও ভারতের বাজারে আসেনি। বিলাসবহুল এই গাড়িটি বিদেশ থেকে আমদানি করতে হয়েছে সালমানকে।

জানা গেছে, বি৬ ও বি৭ স্তরের সুরক্ষা দিতে সক্ষম গাড়িটির ৪১ মিলি মিটার পুরু কাচ ভেদ করা শক্তিশালী রাইফেলের পক্ষেও সম্ভবপর নয়। সাধারণত ৭৮ মিলি মিটার পুরু কাচের সাহায্যে আরমার-পিয়ার্সিং রাউন্ড থেকে বি৭ নিরাপত্তা দিতে পারে যাত্রীদের।

ক্রমাগত হত্যার হুমকি পাওয়ার কারণে বর্তমানে সরকারের দেওয়া ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পাচ্ছেন সালমান। চারজন সশস্ত্র নিরাপত্তাকর্মী বা কমান্ডো সবসময়ই তার পাশে থাকছে।

সম্প্রতি কয়েকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সর্বশেষ ১৯ মার্চ সালমান খানের ম্যানেজার জোর্ডি প্যাটেলের ই-মেইলে পাঠানো বার্তায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এই হুমকি পাওয়ার পর সালমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত তার পরিবার। এজন্য এই অভিনেতার নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। লরেন্স বিষ্ণোইকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

সালমান খানের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। জানা গেছে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন। 


 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2