৮০ বছর বয়সেও শাহরুখের সঙ্গে রোমান্স করতে চান রানি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৩:৪২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ছবি: সংগৃহীত
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে বহুল প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্র ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। রানী মুখার্জি অভিনীত এই সিনেমাটি বরাবরের মতোই সকলের মন কেড়েছে। এক বাঙালি মায়ের লড়াইকে অনবদ্য রূপে অনস্ক্রিন ফুটিয়ে তুলেছেন তিনি। তার অভিনয়ের অকুণ্ঠ প্রশংসা করেছেন স্বয়ং কিং খান শাহরুখ খান। বক্স অফিসে খুব প্রভাব ফেলতে না পারলেও ‘মার্দানি’ খ্যাত অভিনেত্রীর এই সিনেমায় অভিনয় সবার মন জয় করে নিয়েছে। এই চলচ্চিত্রে তার সঙ্গে হেসেছেন দর্শকরা, কেঁদেছেনও।
কেবল শাহরুখ খান নন, করণ জোহরও আবেগে ভেসেছেন অভিনেত্রীর অভিনয় দেখে। বলেছেন এটাই তার ক্যারিয়ারের সেরা কাজ। আদিত্য চোপড়া নিজেও তার স্ত্রীর অভিনয়ে অভিভূত হয়েছেন। এই সিনেমা মুক্তির পর একাধিক সাক্ষাৎকার দিয়েছেন রানী মুখোপাধ্যায়। জানিয়েছেন নিজের অনুভূতি। তেমনই এক সাক্ষাৎকারে শাহরুখ খানের প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন রানী।
এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় তিনি শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান কি না? উত্তরে অভিনেত্রী বলেন, তিনি চান লেখকরা যেন একটা পরিণত প্রেমের গল্প আনেন তাদের কাছে। আর সেই গল্পে তিনি শাহরুখের বিপরীতে অভিনয় করতে চান।
প্রসঙ্গত, রানী এবং শাহরুখ একসঙ্গে একাধিক হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চালতে চালতে’, ‘কাভি আলবিদা না কেহনা’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা। দর্শকদের কাছে এখনো যে এই জুটি হিট এবং জনপ্রিয় সেটা বলাই বাহুল্য। অন্যদিকে রানী মুখার্জি নিজেও প্রিয় সহকর্মীদের তালিকায় ওপরের দিকে শাহরুখকে রেখেছেন, সেটাও বলা যায়। অভিনেত্রী জানিয়েছেন, তিনি যখন ৮০ বছর বয়সেও শাহরুখ খানের সঙ্গে পর্দায় রোম্যান্স করতে পারেন। অভিনেত্রীর কথায়, ‘আমি ৮০ বছর বয়স পর্যন্ত শাহরুখের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতে চাই, তখন ওর ৯৫ বছর বয়স হবে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘আমি সুন্দর এবং ম্যাচিওর প্রেম কাহিনি করতে চাই শাহরুখের সঙ্গে।’
কেবল অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও শাহরুখ-রানীর বন্ধুত্ব অটুট আছে এখনো। শাহরুখ কিছুদিন আগে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র প্রশংসা করে টুইট করেছিলেন। তিনি লিখেছেন, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের পুরো টিমের কী অসাধারণ প্রচেষ্টা। আমার রানী কেন্দ্রীয় চরিত্রে জ্বলজ্বল করছেন, যেমনটা একজন রানীই পারেন।’