খাবারের কষ্ট খুব কাছ থেকে দেখেছি: ওমর সানী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ মার্চ,রবিবার,২০২৩ | আপডেট: ০৩:৫৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। দুর্দান্ত গল্পে সাবলীল অভিনয়ে অল্প সময়ের মধ্যে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে দাপুটের সঙ্গে বড় পর্দায় নিয়মিত দেখা গেলেও বর্তমানে অনেকটা অনিয়মিত এই নায়ক।
ওমর সানী পর্দায় এখন অনিয়মিত হলেও ব্যস্ততার শেষ নেই তার। বিজ্ঞাপন ও নিজের রেস্টুরেন্ট ব্যবসায় ব্যস্ত দেখা যায় তাকে। আর এই ব্যস্ততার মধ্যেই মাঝে মাঝে সোশ্যালে নিজের মতামত তুলে ধরে থাকেন তিনি।
ফেসবুক হ্যান্ডেলে খাদ্য অপচয় রোধে সচেতনতামূলক একটি স্ট্যাটাস দেন ওমর সানী। সেখানে জানান, খাবার যেখান থেকেই আসুক না কেন, তার জন্য আল্লাহার কাছে শুকরিয়া আদায় করা উচিত।
এদিন এই চিত্রনায়ক ফেসবুকে লেখেন, “রিজিক যেখান থেকে আসুক না কেন, আল্লাহ পরিবার থেকে দেবে নাকি অন্য জায়গা থেকে দেবে, সেটা পেয়েই আলহামদুলিল্লাহ বলতে হবে। আর খাবার ঝুটা করা যাবে না, খাবারের কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন।”
প্রসঙ্গত, কয়েক দিন আগেই দুবাই সফর শেষ করে মাতৃভূমিতে ফিরেছেন ওমর সানী ও তার তারকা স্ত্রী মৌসুমী। সেখানে বাঙালি প্রবাসীদের আয়োজনে বিভিন্ন উৎসবে অংশ নিয়েছিলেন এই তারকা জুটি।