রমজান উপলক্ষ্যে ইফতার করে সম্প্রীতির বার্তা দিলেন মিম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ মার্চ,শনিবার,২০২৩ | আপডেট: ০৭:২৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
হিন্দু ধর্মাবলম্বী হলেও প্রতি বছরই পরিবারের সঙ্গে ইফতার করেন বিদ্যা সিনহা মিম। এবারও তার ব্যতিক্রম হলো না। প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করেছেন তিনি। ঘরোয়া পরিবেশে খাবারের টেবিলে ইফতার আয়োজন করেন এই অভিনেত্রী।
শুক্রবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারে শামিল হওয়ার মুহূর্তের ছবি আপলোড করেন মিম।
সেখানে মিমকে বাবা-মায়ের সঙ্গে দেখা যায়। এছাড়া, স্বামী সনি পোদ্দারসহ পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন অভিনেত্রীর সঙ্গে।
ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘প্রথম রমজান উষ্ণতা ও শান্তির মধ্যে কেটেছে।’
সপরিবারে মুসলমানদের ধর্মীয় আয়োজনে মিমের শামিল হওয়াকে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরাও ইতিবাচকভাবে নিয়েছেন। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া মিমের সেই পোস্টের কমেন্টবক্সে অনেকেই ঢাকাই সিনেমার অভিনেত্রীর প্রশংসা করেন।