প্রযোজক রহমত উল্লাহের বিরুদ্ধে শাকিব খানের মামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ মার্চ,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:০৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
চিত্রনায়ক শাকিব খান। ফাইল ছবি
চাঁদাবাজি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে রহমত উল্লাহ নামের এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ মামলা করেন শাকিব।
এ বিষয়ে চিত্রনায়ক শাকিব খানের আইনজীবী তানভীর আহমেদ তনু বলেন, ‘আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর আসামি রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন।’
এদিকে, শাকিব খান এ মামলা করার পর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আরেকটি মামলা করতে যান। সেখানে বিচারক এ এম জুলফিকার হায়াত আগামী সোমবার তাকে মামলার আবেদন নিয়ে আসতে বলেন।
সম্প্রতি শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো এবং নারী সহ-প্রযোজককে ধর্ষণের অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামের ওই প্রযোজক। গত শনিবার (১৮ মার্চ) রাতে শাকিব ওই প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান থানায় যান শাকিব। তবে, ওই দিন তার মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।