কবজি ডুবিয়ে পান্তা-ইলিশ খেলেন জয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ মার্চ,
বুধবার,২০২৩ | আপডেট: ০৫:৪২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কবজি ডুবিয়ে এক থালা পান্তা ভাত ইলিশ মাছ দিয়ে রসিয়ে খান। নিজের এই বিশেষ পেটপুজোর ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দর্শকনন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসান।
জয়ার দুই বাংলায় সমান জনপ্রিয়তা রয়েছে। তাঁর বলিষ্ঠ অভিনয় একাধিকবার দর্শকদের মন জয় করেছে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। নিজের মতামত যেমন প্রকাশ করেন, তেমনই ব্যক্তিগত জীবনের ছোট-বড় মুহূর্ত ভাগ করে নেন। ‘পান্তা…কান্তার বাসায়….সাথে রূপা আপার মরীচ খোলা।” এই ক্যাপশন দিয়েই ভূরিভোজের ছবি ও ভিডিও আপলোড করেছেন এই অভিনেত্রী।
বেশ এলাহি আয়োজন করেই খাওয়া-দাওয়া হয়েছে। পান্তা ভাত মাখার দায়িত্ব জয়া নিজের কাঁধেই নিয়ে নিয়েছিলেন। শুকনো লঙ্কার সঙ্গে পিঁয়াজ মাখতে গিয়ে বিস্তর কান্নাকাটি করেছেন অভিনেত্রী। তবুও তাঁকে দমিয়ে রাখা যায়নি। একেবারে কবজি ডুবিয়ে পান্তা মেখে খেয়েছেন। সঙ্গে ছিল সুন্দর করে ভাজা ইলিশ মাছ। যা দেখলে অনেকেরই জিভে জল আসতে বাধ্য।
সুন্দরী নায়িকার এই পান্তাভোজন দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ‘এত্তগুলা খাইছেন?’, এমন মন্তব্য করা হয়েছে জয়ার পোস্টে। অনেকের আবার একটু হিংসেও হয়েছে। মজার ছলে, জয়ার পেটের সুস্থতাও কামনা করা হয়েছে।