জীবনের ফিকে হয়ে যাওয়া সব রং আবার ফিরিয়ে দেব: সুকেশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ মার্চ,
বুধবার,২০২৩ | আপডেট: ০৩:৫৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের ‘স্বপ্নের পুরুষ’ ছিলেন সুকেশ চন্দ্রশেখর। তাকে বিয়ে করতে চেয়েছিলেন এ অভিনেত্রী। কিন্তু স্বপ্ন বাস্তব হয়নি। জালিয়াতির মামলায় সুকেশ বর্তমানে তিহাড় জেলে।
২০০ কোটি ভারতীয় রুপি তছরুপের অভিযোগ তার বিরুদ্ধে। তবে জেলে থেকেই জ্যাকলিনের উদ্দেশে বার্তা দিয়েছেন সুকেশ। এমন তথ্যই প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।
কয়েক দিন আগে তিহাড় জেল থেকে বার্তা পাঠিয়েছেন সুকেশ। দোল উপলক্ষে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন জ্যাকলিনকে। চিঠিতে ‘বেবি গার্ল’ সম্বোধন করে সুকেশ লিখেছেন, আমি আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটাকে দোলের শুভেচ্ছা জানাই। কথা দিচ্ছি, তোমার জীবনের ফিকে হয়ে যাওয়া সব রঙ ফিরিয়ে দেব। ১০০ গুণে ফিরিয়ে দেব। তুমি জানো, আমি কত দূর যেতে পারি তোমার জন্য। আমার বেবি গার্ল। সব সময় হাসিখুশি থেকো তুমি।’
প্রতারণার মামলায় নাম জড়িয়েছিল জ্যাকলিনেরও। একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে। প্রেমিকের বিরুদ্ধেরও মুখ খুলেছিলেন এ অভিনেত্রী। আদালতে জ্যাকলিন বলেছিলেন, ‘আমার আবেগের সঙ্গে খেলা করেছে, আমার জীবন নরকে পরিণত করে দিয়েছে।’
এ বক্তব্যের জবাবে সুকেশ বলেছিলেন, ‘আমি তার সম্পর্কে কিছু মন্তব্য করতে চাই না। সে নিশ্চয়ই বলার কারণ পেয়েছে বলেই এ কথা বলেছে। আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না। যখন আপনি কাউকে ভালোবাসেন, আপনি তাকে রক্ষা করার চেষ্টা করেন।’