ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত শিল্পী তাসরিফ খান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ মার্চ,
বুধবার,২০২৩ | আপডেট: ০৩:৫৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ছবি : ফেসবুক থেকে নেওয়া
শারীরিকভাবে গুরুতর অসুস্থ সঙ্গীত শিল্পী তাসরিফ খান। তিনি ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত হয়েছেন। ফলে মুখে কিছুটা সমস্যা দেখা দিয়েছে ‘কুঁড়েঘর’ গানের দলের প্রধান তাসরিফ খানের।
দুই দিন আগে রাতে কুলি করতে গিয়ে গায়ক তাসরিফ খান বুঝতে পারেন তিনি ঠিকমতো কুলি করতে পারছেন না। তার মুখের এক পাশ কিছুটা বাঁকা, সোজা হচ্ছিল না। এরপর গতকাল জানতে পারলেন তিনি ‘ফেসিয়াল প্যারালাইসিস’-এ আক্রান্ত।
গণমাধ্যমকে তাসরিফ বলেন, ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত এক মাস চিকিৎসার পর বলা যাবে। তবে ধারণা করা হচ্ছে কোনো একটা ভাইরাস থেকে এই রোগটা দেখা দিয়েছে। আপাতত মাস দুয়েক তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনো গানের কাজই করতে পারবেন না।
শারীরিক এই অসুস্থতা নিয়েই গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেষ কনসার্টে অংশ নিয়েছিলেন তাসরিফ। সেখানেই তিনি জানান যে, আপাতত সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন এই গায়ক। ঈদের পর নিয়মিত কাজ করবেন।
গান-বাজনার বাইরে সামাজিক কাজ করে থাকেন তাসরিফ। গত বছর কোটি টাকার তহবিল সংগ্রহ করে তা সিলেটের বন্যার্তদের মাঝে বিতরণ করেন। এবারের বইমেলায় ‘বাইশের বন্যা’ নামে একটি বইও লিখেছেন তরুণ এই সঙ্গীত শিল্পী।
তাসরিফ খান