মিঠুনের ছোট ছেলের অভিষেক হচ্ছে রূপালী পর্দায়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ মার্চ,
বুধবার,২০২৩ | আপডেট: ১১:২৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতীয় বাংলা, হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমায়ও অভিনয় করেছেন। জয় করেছেন কোটি দর্শকের মন। বাবার পথ অনুসরণ করে অভিনয়ে নাম লেখিয়েছেন তার বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী। এবার পালা মিঠুনের ছোট ছেলে নামাশি চক্রবর্তীর। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ব্যাড বয়’ শিরোনামের সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন তিনি।
২০২০ সালে মুক্তির কথা ছিল ‘ব্যাড বয়’। কিন্তু নানান জটিলতায় পিছিয়ে যায় এ পরিকল্পনা। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। জানা যায়, আগামী মাসে মুক্তি পাবে এটি। এরই মধ্যে সিনেমাটির একটি গান প্রকাশ করেছেন নির্মাতারা। আর সেই গানের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
ভিডিওটি শেয়ার করে বিগ-বি লিখেছেন, ‘শুভকামনা।’ পোস্টটি নজর এড়ায়নি নামাশি চক্রবর্তীর। কমেন্ট বক্সে এই অভিনেতা লেখেন, ‘ধন্যবাদ অমিত আঙ্কেল।’ সিনেমাটিতে নামাশির বিপরীতে অভিনয় করেছেন আমরিন কুরেশি। কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘ধন্যবাদ স্যার।’ নামাশির মতো আমরিন কুরেশির এটি অভিষেক সিনেমা। তার আরেক পরিচয় তিনি প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে।
ছেলের অভিষেক সিনেমায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকেও। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। এতে একটি আইটেম গানের তালে নাচতে দেখা যাবে বলিউডের ‘ডিসকো ড্যান্সার’ মিঠুনকে।