avertisements 2

ট্রল কিংবা নোংরা মন্তব্য: শ্রাবন্তী বলেন আই ডোন্ট কেয়ার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ ফেব্রুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৮:৩১ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। কাজের চেয়ে ব্যক্তিগত কারণে অধিকবার খবরের শিরোনাম হন এই নায়িকা। গত ১৩ ফেব্রুয়ারি পড়শির সঙ্গে ঝগড়া করে পুত্র অভিমন্যুকে নিয়ে থানা পর্যন্ত যেতে হয় তাকে। এ নিয়েও আলোচনা কম হয়নি।

সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব শ্রাবন্তী। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি এ মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। আর এসব বিষয় নিয়ে মাঝে মাঝে ট্রলের শিকার হন শ্রাবন্তী। কখনো কখনো ‘নোংরা’ আক্রমণ করতেও ছাড়েন না নেটিজেনরা।

কিন্তু এসব বিষয় কীভাবে দেখেন শ্রাবন্তী? টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে এই অভিনেত্রী বলেন—‘এক সময় এসব বিষয় মানসিকভাবে প্রভাব ফেলত, আমার পরিবার বিরক্ত হতো। কিন্তু তারা এখন এসব পড়ে আর হাসে। মিডিয়া আমাকে নিয়ে চটকদার শিরোনামে খবর প্রকাশ করলেও আমি এসব নিয়ে মোটেও আগ্রহী নই।’

মানুষের সমালোচনাকে ‘কেয়ার’ করেন না শ্রাবন্তী। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ট্রলারদের পাত্তা না দিয়ে যারা আমাকে পছন্দ করেন তাদের দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনি যাই করুন না কেন, মানুষ আপনাকে বিচার করা বন্ধ করবে না। তারা আপনাকে বিচার করবে এবং আপনাকে নিয়ে নেতিবাচক বিষয় ছড়াবে। সত্যি বলতে, এসব আমি কেয়ার করি না। আমি আমার মতো জীবন-যাপন করি। যারা ট্রল করে তারা আমার দায়িত্ব নেবে না। আমি আমার জীবনে অনেক উত্থান-পতন দেখেছি এবং শিখেছি কীভাবে শান্ত থেকে কাজ করে যেতে হয়।’

তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে বিয়েবিচ্ছেদ হয়নি শ্রাবন্তীর। তবে দীর্ঘ দিন ধরে আলাদা থাকছেন তারা। মাঝে ব্যবসায়ী বন্ধু অভিরূপ চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। কিন্তু এ সম্পর্ক ভেঙে গেছে বলে শোনা যাচ্ছে। বর্তমানে ফিটনেস ট্রেইনারের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জোর গুঞ্জন উড়ছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2