avertisements 2

কারিশমা রোগা হলে জিরো ফিগার, আমি হলেই মৃত্যুশয্যায় : নচিকেতা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ ফেব্রুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৭:৩৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। শুধু গান দিয়ে নয়, সত্য কথা বলেও বরাবর আলোচিত তিনি।

সম্প্রতি রামপুরহাট উৎসব থেকে সরে দাঁড়ান নচিকেতা। নিজের অসুস্থতার কারণেই এমন সিদ্ধান্ত নেন তিনি। এরপরই তার অসুস্থতা নিয়ে নানান রটনা চাউর হয়। এবার মঞ্চে ফিরে সেসব রটনার জবাব দিলেন জীবনমুখী গানের এই শিল্পী।

নচিকেতার মেয়ে ধানসিঁড়ি জানিয়েছিলেন গোটা বিষয়টা ‘বাড়িয়ে চাড়িয়ে’ দেখানো হচ্ছে। একটা গানের শো বাতিল করার জন্য তাকে গুরুতর অসুস্থ দেগে দেওয়া মোটেই ঠিক নয়। এর মাঝেই মঞ্চে ফিরে ফের আগুন মেজাজে নচিকেতা।

‘রাজশ্রী তোমার জন্য…' গাইতে গাইতেই মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে বলে ফেললেন, ‘অনেকেই বলে নচিদা আপনি তো রোগা হয়ে গেছেন… কারিশমা কাপুর (খুব সম্ভবত কারিনা বলতে চেয়েছিলেন) রোগা হলে বলে জিরো ফিগার, আর আমি রোগা হলেই শা* মৃত্যুশয্যায়?’

গত ৮ ফেব্রুয়ারি হলদিয়ায় একটি কনসার্টে পারফর্ম করেন নচিকেতা। সেখানে ‘রাজশ্রী তোমার জন্য...’ গাইতে গাইতেই মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেকেই বলে নচি দা আপনি তো রোগা হয়ে গেছেন। কারিশমা কাপুর রোগা হলে বলে জিরো ফিগার, আর আমি রোগা হলেই মৃত্যুশয্যায়!’

সূত্র: হিন্দুস্তান টাইমস
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2