সোনার চামচে পরীমণির ছেলের মুখে ভাত!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ১২:১৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ছবি: সংগৃহীত
ছেলে রাজ্যকে নিয়ে শরিফুল রাজ ও পরীমণির আয়োজনের কোনো কমতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই তা স্পষ্ট। এবার ছেলের ‘মুখে ভাত’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন তারা। সোনার চামচে সন্তানের মুখে ভাত দেবেন রাজ-পরী।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার নিজের ফেসবুকে সোনার চামচ ও পাত্রের কয়েকটি ছবি দিয়েছেন পরীমণি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না?’
এদিকে রাজ-পরীর ভালোবাসাকে নেটিজেনদের কেউ কেউ আদিখ্যেতা বলে মনে করেন। সেটা জানেন পরীমণি। সে কারণে হয়তো নিন্দুকের কথার অগ্রিম জবাব দিলেন পরী। তিনি লিখেছেন, ‘এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।’
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।