avertisements 2

পাঠান জ্বরে কাঁপছে ভারত, বাদশাহি মেজাজেই ফিরলেন বাদশাহ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৪:১৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

দীর্ঘ ৪ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (২৫ জানুয়ারি) বড় পর্দায় ফিরলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অপেক্ষার অবসান ঘটিয়ে এদিন ভারতে মুক্তি পেল শাহরুখ, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত পাঠান।

মুক্তির দিনের প্রথম শো থেকেই ‘পাঠান’ জ্বরে কাঁপছে গোটা ভারত। রেকর্ড বুকিংয়ের সঙ্গে দর্শকদের ভিড় ও বাঁধভাঙা উচ্ছ্বাস। বাধ্য হয়ে সকাল আটটার পরিবর্তে ভোর ছয়টা থেকে শুরু হয় পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শো। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম দিনেই ৫৬ কোটি টাকার ব্যবসা করে ফেলতে পারে এই সিনেমা।

দিল্লি থেকে কলকাতা, মুম্বাই কিংবা চেন্নাই, ভারতজুড়ে সকাল থেকেই প্রেক্ষাগৃহের বাইরে দীর্ঘ লাইন শাহরুখ অনুরাগীদের। মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমের প্রেক্ষাগৃহ গেইটি গ্যালাক্সিতে বড় বড় পোস্টার ও জোরালো সাউন্ড সিস্টেমসহ দেখা মিলে শাহরুখ ভক্তদের।

এদিন কলকাতার রাস্তায় রাস্তায় চোখে পড়ে শাহরুখ অনুরাগীদের উন্মাদনা। কোথাও কেক কেটেছেন অনুরাগীরা, আবার কোথাও শাহরুখের আরতি করেছেন। বিরাট পোস্টারে লেখা ‘হিন্দুস্তান কি শান, শাহরুখ খান’… কলকাতায় জমজমাট ‘পাঠান’। চেন্নাইতেও বাঁধভাঙা উত্তেজনা অনুরাগীদের মধ্যে। সিনেমা হলের সামনে ব্যান্ড নিয়ে চলছে নাচানাচি।

অগ্রিম বুকিং চালু হতেই রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে এই সিনেমার। সিনেমার অগ্রিম বুকিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১ লাখ টিকিট বিক্রি হয়ে যায়। কিং খানের ম্যাজিক এমনই যে, এই সিনেমার হাত ধরে প্রায় ২৫টি বন্ধ হয়ে যাওয়া সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহ খুলেছে।

ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ পোস্ট করে লেখেন, সিঙ্গেল স্ক্রিনগুলোকে পুনরুজ্জীবিত করছে পাঠান।


এদিকে দর্শকের উন্মাদনা ও টিকিটের চাহিদা লক্ষ্য করে দেশজুড়ে আরও পর্দার সংখ্যা বাড়াতে উদ্যোগ নিয়েছে দেশের একাধিক সিনেমা হল কর্তৃপক্ষ। দেশজুড়ে একসঙ্গে ৩০০ পর্দা বাড়ানোর সিদ্ধান্ত হল কর্তৃপক্ষের। ২৫ জানুয়ারি পাঠান মুক্তি পায় ভারতের ৫২০০টি ও বিদেশের ২৫০০ পর্দায়। ৩০০টি পর্দা বাড়ানোর পরে ভারতে যে সংখ্যা হলো ৫৫০০টি। ফলে বিশ্বজুড়ে ৮০০০ পর্দায় চলবে শাহরুখ ম্যাজিক।

করোনা ও লকডাউনের পরবর্তী সময়ে বক্স অফিসে প্রায় মুখ থুবড়ে পড়েছিল বলিউড। এরপর উগ্র হিন্দুবাদীদের দ্বারা বলিউড বয়কটের ডাক, দক্ষিণ সিনেমার কাছে ক্রমাগত চাপে পড়া। এমন অবস্থায় কিং খান বলিউডের হাল ফেরাতে পারেন কিনা সেই প্রশ্নও উঠছিল। সেই প্রশ্নে প্রথম দিনেই সফল পাঠান, ফের বলিউডকে ট্র্যাকে ফেরাতে পথ দেখাবে বলে আশাবাদী সিনে বিশেষজ্ঞরা। শাপমুক্তির দিন তাই শাহরুখ ভক্তদের অনেকেই এদিন ফুলমালা নিয়ে হাজির হয়েছিলেন সিনেমা হলে। সব মিলিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের পরই ব্লকব্লাস্টার মুভির তকমা লেগে গেল পাঠানের গায়ে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2