avertisements 2

অহনাকে সত্যিই কি বিয়ে করেছেন শামীম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জানুয়ারী, বুধবার,২০২৩ | আপডেট: ০৩:০৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ছবি সংগৃহীত

নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সংখ্যাটা কম নয়। গুঞ্জন উঠেছে, শামীম হাসান সরকার ও অহনা রহমান নাকি সে পথেই হাঁটছেন। চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা।

এরইমধ্যে গতকাল রোববার রাতে গুঞ্জন ওঠে বিয়ে করেছেন শামীম-অহনা। রটনাটি রটে শামীমের একটি ফেসবুক পোস্ট কেন্দ্র করে। নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিটি বিয়ের হলফনামার। সেখানে শামীম-অহনার ছবি রয়েছে। ক্যাপশনে এ অভিনেতা লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’

বিয়ের হলফনামার ছবি দেখেই মোটামুটি উত্তাল হয়ে ওঠে নেট দুনিয়া। শামীমের পোস্টে ভিড় করেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে সবার এক কথা, বিয়ে করেছেন শামীম-অহনা। তবে সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি এ অভিনেতা।

এদিকে ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায়, শামীম-অহনা বিয়ে করেননি। হলফনামার ছবিটি ‘কোটি টাকার কাবিন’ নামের একটি নাটকের। এ তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন শামীম হাসান সরকার নিজেই।

তা ছাড়া বিয়ের হলফনামাটি যে আসল না তা একটু খেয়াল করলেই স্পষ্ট হয়ে যায়। কেননা হলফনামার কোণায় লেখা আছে ২০১৩ সাল। পাশাপাশি শামীম-অহনার ছবি দুটি আলাদা করে লাগানোর বিষয়টি চোখে পড়ার মতো।

‘কোটি টাকার কাবিন’ নির্মাণ করেছেন রিফাত আদনান পাপন। এতে শামীমের বিপরীতে রয়েছেন অহনা। আগামী ভালোবাসা দিবসে প্রচারিত হবে নাটকটি।

শামীমের দেওয়া তথ্যের মাধ্যমে তাদের বিয়ের গুঞ্জন মিথ্যা বলে প্রমাণিত হলেও প্রেমের গুঞ্জন কিন্তু বহাল তবিয়তে আছে। এর আগে এক বক্তব্যে শামীম নিজেও বিষয়টি উড়িয়ে দেননি। তিনি সেসময় বলেছিলেন, ‘সম্ভাবনার কথা তো বলা যায় না। এটা তো জীবন। এভাবে আসলে ভেবে দেখিনি এখনও। আমাদের পরিবারও এই বন্ধুত্বকে অ্যাপ্রিসিয়েট করে। দুজন দুজনের বাসায় গেছি। শুটিং থেকে ঘোরাফেরা, পরিবারের সঙ্গে যুক্ত হওয়া এই বন্ডিংটা হয়েছে। যদি প্রেম হতো, তাহলে বাবা-মাকেও জানাতাম।’

সেসময় জানিয়েছিলেন, ভবিষ্যতে তারা যদি প্রেমেরর সম্পর্কে জড়িয়ে পড়েন সেক্ষেত্রে লুকোচুরি করবেন না। স্পষ্ট জানিয়ে দেবেন বিষয়টি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2