avertisements 2

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:২৫ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

দীর্ঘদিন ধরে পলাতক ২২ মামলার আসামি মোহাম্মাদ ব্রাজিলকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। সোমবার রাতে শহরের বকশিবাজার এলাকা থেকে গ্রেফতারের পর তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি টিম। অভিযানে ব্রাজিলের দেখিয়ে দেয়া স্থানের মাটি খুঁড়ে তিন রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী জানান, মোহাম্মাদ ব্রাজিল (৩২) জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ২টি, বিস্ফোরক দ্রব্য আইনে ৫টি, চাঁদাবাজির ৬টি, সন্ত্রাস বিরোধী আইনে ২টি, বিশেষ ক্ষমতা আইনে ৪টি, অ্যাসিড নিক্ষেপের ২টি এবং মাদকের ১টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় দীর্ঘদিন পলাতক ছিল ব্রাজিল। ওই অবস্থায়ও বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সোমবার গ্রেফতারের পর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি টিম। পরে সদর উপজেলার পালশা চৌকির পাড়া এলাকায় ব্রিজের পাশে ব্রাজিলের দেখানো স্থানের মাটি খুঁড়ে গুলিসহ বিদেশি পিস্তলটি জব্দ করা হয়। এই অস্ত্র উদ্ধারের ঘটনায় মঙ্গলবার ব্রাজিলের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2