avertisements 2

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে গভীর খাদে গাড়ি, গুরুতর আহত মেয়র

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ১২:৫৩ এএম, ২৪ এপ্রিল, বুধবার,২০২৪

Text

কলাপাড়ায় দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বরগুনা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উভয়কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসরা।

সোমবার (২১ মার্চ) সকাল নয়টার দিকে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের ইটবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মাইনুল নামের এক কিশোর জানান, বরগুনা পুরাকাটা আঞ্চলিক সড়কে মোবাইল ফোনে কথা বলতে বলতে অটোরিক্সা চালানোর সময় তারেক নামের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় চালক। এসময় বরগুনা থেকে কলাপাড়াগামী মেয়রকে বহনকারী গাড়িটি তারেককে বাঁচাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

খাদে পড়ে যাওয়ার সময় আরেক প্রত্যক্ষদর্শী কালাম জানান, রাস্তায় কী হয়েছে তা আমি দেখিনি। তবে মেয়রকে বহন করা গাড়িটি দ্রুতগতিতে চার/পাঁচটি পল্টি দিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। পরে আমরা গাড়ি থেকে মেয়রকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বরগুনা সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. তারেক হাসান বলেন, দুর্ঘটনায় মেয়র বেশ আহত হয়েছেন। তার ঘাড়ের কাছে হাড়ে ফাটল ধরেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2