avertisements 2

মহিলা মাদ্রাসা এলাকায় পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৪২ এএম, ১ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

বরিশালের মেহেন্দীগঞ্জ পৌর এলাকার জামাইপাড়া থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, মেহেন্দীগঞ্জ পৌরসভার ১ নম্বর চরহোগলা ওয়ার্ডের জামাইপাড়া মহিলা মাদ্রাসা এলাকায় আনুমানিক দুই দিন বয়সী একটি নবজাতকের লাশ সবার অগোচরে কে বা কারা ফেলে রেখে যায়।

মঙ্গলবার সকালে পথচারীরা পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ দেখতে পেয়ে মেহেন্দীগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। তবে কে বা কারা মৃত নবজাতক ফেলে রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2