avertisements 2

কুয়াকাটা সৈকতে স্কাউটের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০১:১৫ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কাউটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে রোভার ও গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের শিক্ষার্থীরা সৈকতের দুই কিলোমিটার এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান চালায়।

এর আগে বিচ পরিচ্ছন্ন রাখার দাবিতে সৈকতের জিরো পয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাবিকুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটের কমিশনার আবুল কালাম আজাদ।বক্তারা পরিবেশ রক্ষার্থে স্কাউট সদস্যদের আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া কুয়াকাটা সৈকত পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী ও পর্যটকদের অনুরোধ জানান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2