ঝালকাঠিতে লঞ্চ ট্রাজেডি : সুগন্ধার তীঁরে ছবি হাতে নিখোঁজদের খোঁজে স্বজনরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ ডিসেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০১:৩৬ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
লঞ্চ ট্রাজেডি ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডের তিনদিন পার হলেও থামছেই না নিখোঁজদের স্বজনের আহাজারি। পোড়া লঞ্চেই জীবিত নয় মৃত স্বজনের মরদেহ খুঁজতে এসেছেন নিখোঁজদের খোঁজে স্বজনরা ।
দুর্ঘটনাকবলিত স্থান ঝালকাঠির দিয়াকুল গ্রাম থেকে পুড়ে যাওয়া লঞ্চটি ঝালকাঠি লঞ্চ টার্মিনালে রাখা হয়েছে। সুগন্ধার তীরে ও পোড়া লঞ্চে ছবি হাতে নিখোঁজদের খোঁজে স্বজনরা ছুটাছুটি করছে। পুড়ে যাওয়া লঞ্চে আজও(রবিবার) নিখোঁজদের স্বজনরা আহাজারি করেন।
জীবিত না হোক মরদেহের খোঁজে লঞ্চের বিভিন্ন স্থানে ছুটে বেড়ান তারা। এসময় তাদের কান্নায় হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। সুগন্ধা পাড় যেন ভারী হয়ে আছে স্বজনহারাদের আহাজারিতে। বাতাসে দগ্ধ লাশের গন্ধ। রবিবারও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কোস্টগার্ডের সদস্যরা চালিয়ে যাচ্ছেন উদ্ধার অভিযান। দায়িত্বরত কোস্টগার্ড জানিয়েছেন, তাদের উদ্ধার অভিযান নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের সেচ্ছাসেবকরা স্থানীয় পৌর মিনি পার্কে এ পর্যন্ত নিখোঁজ ৫৭ জনের তালিকা পেয়েছে। তবে নিখোঁজদের সন্ধানের এখনো ঝালকাঠি আসছেন স্বজনরা।
অপরদিকে ওইদিন যাত্রীদের বাঁচাতে এগিয়ে আসেন ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রামবাসী। জীবনের ঝুঁকি নিয়ে তারা দগ্ধ যাত্রীদের উদ্ধারে সহযোগিতা এবং পরবর্তী সেবার ব্যবস্থা করেন। সুগন্ধার তীরে পোড়া লঞ্চে ছবি হাতে নিখোঁজদের খোঁজে অঅসা স্বজনদের সার্ভিক সহযোগীতায় প্রশংসায় ভাসছেন দিয়াকুলবাসী।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়ে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও শতাধিক। দগ্ধদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকায় ভর্তি করা হয়।