avertisements 2

যুক্তরাজ্যের রেড লিস্ট থেকে মুক্ত বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৭:০৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

অবশেষে যুক্তরাজ্যের রেড লিস্ট থেকে বাদ পড়ছে বাংলাদেশ। করোনাভাইরাসের সংক্রমণের হার কমে আসায় বাংলাদেশকে ব্রিটেনের অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা ‘রেড-লিস্ট’ থেকে নামিয়ে অ্যাম্বারে আনা হয়েছে। আর এতে করে বাংলাদেশে আটকে পড়া প্রায় ছয় হাজার ব্রিটিশ-বাংলাদেশি সহজে ব্রিটেন ফিরে যেতে পারবেন। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এই তথ্য জানান।

ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুখবর যে, ব্রিটিশ সরকার আমাদের অনুরোধে বাংলাদেশকে রেড অ্যালার্ট (রেড লিস্ট)-মুক্ত করেছে। অসংখ্য ধন্যবাদ ব্রিটিশ সরকারকে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমার সাম্প্রতিক সফরে ব্রিটিশ সরকারের বিভিন্ন পর্যায়ে, এমনকি পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে যিনি আছেন, তিনিসহ সবাইকে অনুরোধ করেছিলাম, ৫০ বছরের পুরনো বন্ধু বাংলাদেশেকে ‘রেড অ্যালার্ট’ (রেড লিস্ট)ভুক্ত করা কোনোভাবেই সমীচীন নয়। এছাড়া, প্রায় পাঁচ-ছয় হাজার ব্রিটিশ নাগরিক বাংলাদেশে থাকেন। এই রেড লিস্টের মাধ্যমে তাদের ওপরও অন্যায় হচ্ছে।

তিনি আরও বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ থেকে বাংলাদেশকে রেড লিস্ট মুক্ত করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছে ব্রিটিশ সরকার, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আগে গত ৬ সেপ্টেম্বর দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যুক্তরাজ্যের রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম সরিয়ে নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে অনুরোধ জানিয়েছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2