সে বসে ডিনার খাক, সে বসে ডায়ালগ করুক : পিটার হাসের উদ্দেশে প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ নভেম্বর,
বুধবার,২০২৩ | আপডেট: ০৮:৩৬ এএম, ১৩ জুলাই,রবিবার,২০২৫

গণভবনে বেলজিয়াম সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সে বসে ডিনার খাক, সে বসে ডায়লগ করুক। মনে রাখতে হবে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ। রক্ত দিয়ে আমরা এ স্বাধীনতা করেছি। খুনিদের সঙ্গে কিসের আলোচনা?’
প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মলনে এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের জ্যৈষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা ২৫ থেকে ২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনে অংশ নেন। এ বিষয়ে বিস্তারিত জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, খুনিদের সঙ্গে কিসের বৈঠক, কিসের আলোচনা। যারা আমাদের সমস্ত উন্নয়ন কার্যক্রম ধ্বংস করে তাদের সঙ্গে আবার ডায়লগ (সংলাপ)। এটা আমাদের দেশ। তারা (বাইডেন) কি ট্রাম্পের সঙ্গে আলোচনা করছে? বাইডেন সাহেব ট্রাম্পের সঙ্গে যেদিন ডায়ালগ করবেন, সেদিন আমিও করব।
সরকারপ্রধান বলেন, বিএনপি-জামায়াতকে মানুষ ঘৃণা করে। আমরা সুযোগ দিয়েছি, তারা কিছুটা সুযোগ পেয়েছিল। কিন্তু, এখন কেউ আর তাদের দেখতে পারে না।
সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে শেখ হাসিনা বলেন, আপনারা সাংবাদিকদের ওপর হামলা হলো তাদের কোনো বিবৃতি নেই কেন? এখন বিদেশি মানবাধিকার সংস্থাগুলো কই? তাদের মানবাধিকার গেল কোথায়? তাদের কোনো বিবৃতি নেই কেন? তারা এখন চুপ কেন?
প্রধানমন্ত্রী বলেন, আমার প্রশ্ন একইভাবে দেশের বুদ্ধিজীবীরা এখন কোথায়? এরা কী বুদ্ধিহীন হয়ে গেছে। যারা বুদ্ধি বেচে জীবিকা নির্বাহ করে তারা গেল কই?
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী, লক্ষ্য ছিল অর্থনৈতিক ক্ষতির

আল জাজিরার প্রতিবেদন: হাসিনার পতনে ভূমিকা রাখা র্যাপ-মিম কি নতুন রাজনৈতিক আবহের জন্ম দিচ্ছে?

এনবিআরের প্রথম সচিব তানজিনা সাময়িক বরখাস্ত

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন
